ISL Points Table: বড়সড় বদল আইএসএলের পয়েন্ট টেবিলে, কত নম্বরে মোহনবাগান?

এবারের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুটা মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের জন্য যথেষ্ট কল্যাণকর হলেও পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী বদলাতে থাকে সমস্ত কিছু। মূলত এই ফুটবল…

Mohun Bagan

এবারের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুটা মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলের জন্য যথেষ্ট কল্যাণকর হলেও পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী বদলাতে থাকে সমস্ত কিছু। মূলত এই ফুটবল টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসিকে হারিয়ে অভিযান শুরু করেছিল ময়দানের এই প্রধান। তারপর জামশেদপুর এফসি থেকে শুরু করে দুর্বল নর্থইস্ট ইউনাইটেড হোক কিংবা হায়দরাবাদ একের পর এক ম্যাচে এসেছিল সাফল্য।

কিন্তু সময়ের সাথে সাথে প্রতিপক্ষ কঠিন হতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস দলের পারফরম্যান্স। সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টে কার্যত খরকুটোর মতো উড়ে গিয়েছিল মোহনবাগান। তারপর আইএসএলের ম্যাচে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত দলের আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর গোলে কোনো রকমে মান বাঁচায় মোহনবাগান।

তারপর পরবর্তী ম্যাচে স্টুয়ার্ট-লাচেনপাদের শক্তিশালী মুম্বাই সিটি এফসির মুখোমুখি হয় সবুজ-মেরুন। সেই ম্যাচে ও ধরাশায়ী হতে হয় তাদের। কিন্তু সেই হতাশা ভুলে মানালো মার্কেজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেই আশা কার্যত নিরালায় পরিনত করে সন্দেশ- রড্রিগেজরা। নিজেদের ঘরের মাঠে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয় তাদের। যা কিছুতেই ভালোভাবে নেননি বাগান সমর্থকরা।

তাই ম্যাচ শেষে গ্যালারি থেকেই উঠেছিল বাগান কোচ হুয়ান ফেরেন্দোকে নিয়ে গো ব্যাক স্লোগান। পাশাপাশি দলের দুই দাপুটে ফুটবলার তথা অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে নিয়ে ও ওঠে স্লোগান। তবে এত কিছুর পরেও আজ নিজেদের পরবর্তী হোম ম্যাচে কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে জয়ের সরনীতে ফেরার পরিকল্পনা ছিল সবুজ-মেরুনের।

কিন্তু সেটাও হলনা এবার। দাপুটে ফুটবলার ডায়ামান্টাকসের গোলে কার্যত জয়ে ফেরার স্বপ্ন চুরমার হয়ে যায় মেরিনার্সদের। বর্তমানে বাগান বধ করে আইএসএলের পয়েন্ট টেবিলের এক নম্বরে কেরালা ব্লাস্টার্স স্থান করে নিলেও আজকের এই পরাজয়ের দরুণ তালিকার অনেকটাই পিছনে চলে আসতে হল মোহনবাগান দলকে। বর্তমানে, ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে নেমে আসল মোহনবাগান সুপারজায়ান্টস। যা দেখে হতাশ সকলেই।