East Bengal: সোনার গ্লাভস জয়ী তারকার লাল-হলুদে আসা এবার সময়ের অপেক্ষা

গত কয়েক মাস ধরেই দলের (East Bengal) গোলরক্ষক নির্বাচিত করা নিয়ে দেখা দিচ্ছিল একাধিক সমস্যা। তবে বর্তমানে অনেকটাই উন্নতি ঘটেছে সেই পরিস্থিতির।

Prabhsukhan Singh Gill

গত কয়েক মাস ধরেই দলের (East Bengal) গোলরক্ষক নির্বাচিত করা নিয়ে দেখা দিচ্ছিল একাধিক সমস্যা। তবে বর্তমানে অনেকটাই উন্নতি ঘটেছে সেই পরিস্থিতির। বিশেষ সূত্র মারফত খবর কেরালা ব্লাস্টার্স দলের অন্যতম তারকা ফুটবলার প্রভসুখন সিং গিলকে প্রায় একেবারেই চূড়ান্ত করে ফেলেছে কলকাতার এই প্রধান ক্লাব। বিরাট ট্রান্সফার ফি এর বিনিময়ে এবার তাকে দলে নিতে চলেছে লাল-হলুদ। যারফলে , দলের তিন কাঠি সামাল দেওয়ার ক্ষেত্রে এবার অন্যতম ভরসাযোগ্য হাত খুঁজে পেল ইস্টবেঙ্গল।

বলাবাহুল্য, গত কয়েক ফুটবল মরশুম ধরেই দলের রক্ষনভাগের পাশাপাশি গোলকিপার সংক্রান্ত সমস্যায় ভূগতে হয়েছে তাদের। বাধ্য হয়ে সেরা সময় ফেলে আসা ফুটবলারদের সামনে রেখেই দল সাজাতে হয়েছে একাধিকবার। যারফলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে দলের ক্ষেত্রে। তাই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কার্যত নড়েচড়ে বসেছে দলের লগ্নিকারী সংস্থা। তাই এবার যতটা সম্ভব বাজেট বাড়িয়ে দল গঠনের কাজ চালানো হচ্ছে তাদের তরফে। যারফলে, নিশু কুমার থেকে শুরু করে মন্দার রাও দেশাই, ও নন্দকুমারের মতো তারকা ফুটবলারদের ডেস্টিনেশন হয়েছে কলকাতার এই প্রধান ক্লাব। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছেন কেরালা দলের তারকা প্রভসুখন সিং গিল।

   

Prabhsukhan Singh Gill

হিসেবে অনুযায়ী আগামী ২০২৪ সাল পর্যন্ত এই তারকা গোলরক্ষকের সঙ্গে চুক্তি রয়েছে কেরালা দলের। তবে সেই চুক্তি ভেঙে বড়সড় ট্রান্সফার ফি দিয়ে এই তারকা ফুটবলার কে আনা হচ্ছে লাল-হলুদে। শোনা যাচ্ছে, দীর্ঘমেয়াদী চুক্তি করে গিলকে আনছে ইস্টবেঙ্গল। যারফলে, আগামী দিনে দল গঠনের ক্ষেত্রে অন্যতম ভরসার হাত হয়ে উঠতে পারবেন তিনি। একটা সময় ইন্ডিয়ান অ্যারোজ দলের হয়ে খেলে সকলের নজরে এসেছিলেন এই তারকা গোলরক্ষক। পরবর্তীতে বেঙ্গালুরু এফসিতে যোগ দেন তিনি। খেলেন কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে।

<

p style=”text-align: justify;”>তবে খুব একটা সুযোগ না মেলায় পরের মরশুমেই চলে যান কেরালা ব্লাস্টার্সে। সেখানে দীর্ঘমেয়াদী চুক্তিতে রাখা হয় তাকে। খেলানো হয় বহু ম্যাচ। ৭ টি ক্লিন শিটের পাশাপাশি ২০২০-২০২১ মরশুমে আইএসএলের গোল্ডেন গ্লাভস ওঠে এই তারকার হাতে। তবে এবার এই নতুন মরশুমে ফের কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে খেলতে দেখা যাবে গিল কে।