পলাতক বিনয়ের আত্মীয়ের সঙ্গে শুভেন্দুর কথা হয়: কুণাল

গোরু ও কয়লা পাচার মামলায় আর্থিক মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র দেশ ছেড়ে পলাতক। সে এখন কোথায় রয়েছে? তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। কলকাতায় ইডির…

গোরু ও কয়লা পাচার মামলায় আর্থিক মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র দেশ ছেড়ে পলাতক। সে এখন কোথায় রয়েছে? তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। কলকাতায় ইডির জিজ্ঞাসাবাদের তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে বিনয় মিশ্রের কথোপকথন তাঁর কাছে রয়েছে। সেই টেপ শীঘ্রই প্রকাশ্যে আনবেন। সেই রেশ ধরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, নিখোঁজ বিনয় মিশ্রের সঙ্গে সম্প্রতি ফোনে কথা হয়েছে শুভেন্দুর।

কুণাল ঘোষ বলেন, ২০২১ সালের ২১ এবং ২২ সেপ্টেম্বর সন্ধে ছ’টা থেকে সাতটা পর্যন্ত নিজাম প্যালেসে বিনয় মিশ্রর ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। বিনয় মিশ্রের ওই আত্মীয়ের সঙ্গে শুভেন্দুর মোবাইলের টাওয়ার লোকেশন মিলিয়ে দেখুক তদন্তকারী সংস্থা। বিনয়ের সঙ্গে শুভেন্দুর কথোপকথনের অডিও আদালতে পেশ করার হুঁশিয়ারি দেন তিনি।

   

নন্দীগ্রামের বিধায়কের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে কুণাল ঘোষ বলেন, কথায় কথায় মানহানির মামলা করেন শুভেন্দু, আইনজীবীর চিঠি পাঠান। অভিষেকের অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে কেন মানহানির মামলা করলেন না? কুণাল বলেন, শুভেন্দু মামলা করলে অডিও ক্লিপটি আদালতে পেশ করবেন অভিষেক।

এর আগে একাধিক বার প্রকাশ্য সভা থেকে বিজেপির নেতাদের বলতে শোনা গেছে, বিনয় মিশ্রের সঙ্গে যোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জোর দিয়ে বলছি কয়লা পাচারে ফেরার প্রধান অভিযুক্তর সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে। ৮ মাস আগে শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে দ্বীপরাষ্ট্রে থাকা ফেরার অভিযুক্তের। সেই কথাবার্তার অডিও ক্লিপ আমি শুনেছি।

শুভেন্দু বলেন, ভাইপোর সঙ্গে প্রতিদিন সন্ধে সাতটার সময় কথা হয় বিকাশের। বিনয়ের ভাই বিকাশ মিশ্র জেলে আছে। তাঁর আরও অভিযোগ, বিনয় মিশ্র কোথায় আছে ভাইপো সব জানে। আমিও এজেন্সিকে বলব।