Mino Raiola : প্রয়াত “সুপার এজেন্ট” মিনো রিওলা

দীর্ঘদিন রোগ ভোগের পর প্রয়াত হলেন বিখ্যাত ফুটবল এজেন্ট মিনো রিওলা (Mino Raiola)। ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন তিনি দীর্ঘ রোগভোগের পর।শনিবার তাঁর পরিবারের তরফে…

'Super agent' Mino Raiola passes away after battle with illness

দীর্ঘদিন রোগ ভোগের পর প্রয়াত হলেন বিখ্যাত ফুটবল এজেন্ট মিনো রিওলা (Mino Raiola)। ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন তিনি দীর্ঘ রোগভোগের পর।শনিবার তাঁর পরিবারের তরফে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে ।

ইতালি’তে জন্ম নেওয়া এই সুপার এজেন্ট পরবর্তী সময়ে চলে যায় নেদারল্যান্ডসে।পরবর্তী সময়ে ইতালির সবচেয়ে বড়ো সুপার এজেন্ট হয়ে ওঠে,তার তারকা ক্লায়েন্ট’দের মধ্যে অন‍্যতম সব ইব্রাহিমোভিচ,হালান্ড এবং পোগবা।

রিওলা’র অফিসিয়াল ট‍্যুইটার অ্যাকাউন্ট থেকে এই খবর শেয়ার করে জানিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। ” অতি দুঃখের সাথে মিনো রিওলা’র মৃত্যুর খবর জানাচ্ছি।দারুণ একজন ফুটবল এজেন্ট ছিলেন তিনি।শেষ নিঃশ্বাস অবধি লড়াই চালিয়েছিলো মিনো,যেভাবে ফুটবলার’দের পাশে থাকতো।নিজের কর্মের মধ্যে দিয়ে মর্ডান ডে’র ফুটবলে ইতিহাস রচনা করেছেন মিনো।ওঁর অনুপস্থিতি টের পাওয়া যাবে সব সময়।”

রিওলা’র উল্লেখযোগ্য কাজ গুলো’র মধ্যে অন‍্যতম একটা ২০১৬ সালে ৮৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পোগবা’র জুভেন্তাস থেকে ম‍্যানচেস্টার ইউনাইটেডে প্রত‍্যাবর্তন।