Intercontinental Cup: কাপ উঠুক সুনীলের হাতে, ভূতনাথের কাছে মানত লজেন্স মাসির

Lozenge Mashi sunil chhetri

মাত্র কয়েক ঘন্টা। তারপরেই ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup) ফাইনাল খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। প্রতিপক্ষ সেই লেবানন। চলতি টুর্নামেন্টের শুরু থেকেই যথেষ্ট ছন্দে ছিল ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে মাঙ্গোলিয়া ও পরবর্তীকালে ভানুয়াতুর মতো দেশকে অতি সহজেই পরাজিত করে ব্লু টাইগার্স। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের কাছে আটকে যায় ভারত। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ। তবে এবার নিজেদের সমস্ত শক্তি দিয়ে ম্যাচ জিতে ট্রফি ঘরে আনতে মরিয়া ভারতীয় ফুটবল দল। সেইমতোই নিজেদের প্রথম একাদশ সাজাতে চলেছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ।

বলাবাহুল্য, গত গ্ৰপ পর্বের শেষ ম্যাচে এই লেবাননের মুখোমুখি হতে হয়েছিল সুনীলদের। হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় দুই দলের মধ্যে। তবে একাধিকবার গোলের সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ থাকে ভারতীয় ফুটবলাররা। ম্যাচের প্রথম দিকে গোলের সুবর্ণ সুযোগ এলেও গোলরক্ষক কে একা পেয়ে ও গোল করতে ব্যর্থ থাকেন অনিরুদ্ধ থাপা। তারপর ম্যাচের সাত মিনিটের মাথায় ফের চলে আসে গোলের সুযোগ। তবে এবার গোল করতে ব্যর্থ থাকেন আরেক তারকা আশিক কুরুনিয়ান। এখানেই শেষ নয়, ঠিক উনিশ মিনিটের মাথায় ফের গোলের সুযোগ নষ্ট করেন আশিক।

   

পরবর্তীতে উদান্তা সিং ও সুনীল ছেত্রীর মতো তারকা ফুটবলার গোলের সুযোগ পেলেও তা ফিনিশ করতে ব্যর্থ থাকে। শেষ অবধি অমীমাংসিত থাকে ম্যাচ। তবে এবার আর সেই ভুল করতে রাজি নয় ভারতীয় ফুটবল দল। তাই আজ ম্যাচের প্রতিটা মিনিটকে কাজে লাগানোর পরিকল্পনা থাকবে তাদের।
সেই মর্মেই এবার সুনীল ছেত্রী সহ ভারতীয় দলের কল্যাণ কামনায় মানত করলেন জমুনা দাস। ওরফে লজেন্স মাসি। ফাইনালে দলকে সমর্থন করতে সুদূর কলকাতা থেকে চলে এসেছেন ভুবনেশ্বরে।

গতকাল রাতে ভারতীয় দলের ফুটবলারদের সঙ্গে বেশ কিছুক্ষন সময় ও কাটান তিনি। এমনকি দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে একান্তে বেশ কিছুক্ষন কথা ও বলতে দেখা যায় তাকে। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সুনীল ছেত্রীর হাতে ট্রফি উঠুক এটাই চাই। সেজন্য ভূতনাথের কাছে মানত করেছি। ভারত জিতলে, পরের দিন মন্দিরে গিয়ে পুজো দেবো। তবে শুধু তিনি নন, ভারতীয় ফুটবল দলের উপর আজ নজর থাকবে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন