Panchayat Election: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টে যৌথ মঞ্চ

কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দারস্থ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের…

কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টের দারস্থ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে।

অপরদিকে, নিজেদের অবস্থানের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে মেল করতে চলেছেন সারা রাজ্যের ভোট কর্মীরা। জানা যাচ্ছে, কয়েক লক্ষ মেল পাঠানো হবে। তাদের রাজ্য পুলিশে ভরসা নেই, আর সেই কথাই তারা কমিশনের দফতরে জানিয়ে মেল করতে চলেছেন। গণস্বাক্ষর নেওয়ার পর দেওয়া হবে ডেপুটেশন। রাজ্যপালেরও দারস্থ হতে চলেছেন তারা বলেই জানা গিয়েছে।

যৌথ মঞ্চের সদস্যরা প্রতিবাদ জানাতে চলেছে। বিভিন্ন জেলার প্রত্যেকটি ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতেই প্রতিবাদ করবেন যৌথ মঞ্চের প্রতিবাদীরা। গণস্বাক্ষরও নেওয়া হবে। তাদের দাবি, শুধু ভোটার নয়, যাঁরা ভোট দিতে যাবেন, তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

যৌথ মঞ্চের এক সদস্য বলেছেন, “ইতিমধ্যেই ৬ জনের প্রাণ গিয়েছে। তাই আমাদের স্পষ্ট দাবি ভোট কেন্দ্রে এবং গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমরা ভোট করতে যাচ্ছি না। আগামী ২৫ জুন এর জন্য আমরা মহামিছিলের ডাক দিয়েছি।”

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যের সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন।