Father’s Day: বিশ্ব ‘বাবা দিবসে’ তিহার জেলে অনুব্রত-সুকন্যার দেখা হল?

Father’s Day: মেয়েটার জন্য চিন্তা হয়। ও তো হাজিরায় না এলেই পারত, খেদোক্তি করে এমনই বলেছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। গোরু পাচার…

anubrata

Father’s Day: মেয়েটার জন্য চিন্তা হয়। ও তো হাজিরায় না এলেই পারত, খেদোক্তি করে এমনই বলেছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। গোরু পাচার মামলায় তিনি তিহারে বন্দি। পঞ্চায়েত ভোটের আগে বারবার কাঁদো কাঁদো আবেদনে জামিন চেযেছিলেন। পাননি। কোটি কোটি টাকার বিপুল লেনদেনে জড়িত অনুব্রত কন্যা সুকন্যার স্থান বাবার পাশপাশি ! তিহার জেলে। বঙ্গ রাজনীতিতে এমন বাবা-মেয়ে একসাথে দুর্নীতির মামলায় তিহার জেলে আছে এ বিরলতম ঘটনা।

স্ত্রী মারা যাওয়ার পর কন্যাকে নিয়েই সবকিছু অনুব্রতর। ভোটের দিন মেয়েকে নিয়েই ভোট দিয়ে আসতেন। বোলপুরের সেই নিচুপট্টির বাড়িতে এখন প্রদীপ জ্বালানোর কেউ নেই। তবে সুকন্যা আছেন বাবার কাছাকাছি। তিনিও গোরু পাচার তদন্তের বিপুল আর্থিক লেনদেনে জড়িত। জেরায় বলেছিলেন, বাবা সব জানে।

বীরভূমে এবার পঞ্চায়েত ভোটে কেষ্ট তথা অনুব্রতর গরম মেজাজ নেই। তেমনই নেই গুড় বাতাসা খাওয়ানোর লোকও। বীরভূমে এবার শাসক ও বিরোধীদের কড়া টক্কর বলেই মনে করা হচ্ছে।

তিহার থেতে বোলপুর অনেকদূর। কেষ্ট ও তাঁর কন্যা আছেন তিহারে। কোটি কোটি টাকা ক্রোক করা হয়েছে। কেষ্ট-সুকন্যার সম্পত্তির খতিয়ানে চমকে গেছে ইডি সিবিআই। প্রশ্ন উঠেছে এ কেমন বাবা যে নিজের বেটিকেই দুর্নীতির পাঁকে নামিয়েছে। বাবা দিবসে এই প্রশ্ন আরও কড়া।