পূর্ব ঘোষণা অনুসারে আজ মোহনবাগান দিবস (Mohun Bagan Day) উপলক্ষে সবুজ-মেরুন তাঁবুতে এসেছিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। মূল উদ্দেশ্য ছিল কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী “ষোলো আনা বাবলু” উন্মোচন।
সেখান থেকেই এবার এই মোহনবাগান রত্নের প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। এদিন ক্লাবের মঞ্চ থেকে তিনি বলেন, এই মোহনবাগান দল ও এই ফুটবল দলের অর্থ সম্পূর্ণরূপে বুঝিয়েছেন সুব্রত ভট্টাচার্য। তবে সেখানেই শেষ নয়। তার কাছে মোহনবাগান মানে মনের বিরাট অংশজুড়ে শুধুই সুব্রত ভট্টাচার্য।
তাছাড়া আজ সবুজ-মেরুন তাঁবুতে এসে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ছেত্রী। তিনি বলেন, আজ থেকে প্রায় ২০-২১ বছর আগে আমি এই ক্লাবে এসেছিলাম। অন্য শহর থেকে প্রথমবার আসার পর আমি নিজেও জানতাম না যে এই মাঠে খেললে আদতে কি হয়। তখন এই মানুষটাই অর্থাৎ সুব্রত ভট্টাচার্য আমাকে শিখিয়ে ছিলেন, যে দলের জার্সির গুরুত্ব কতটা। কিভাবে সবকিছু ছেড়ে ফুটবলকে আপন করে নিতে হবে। এছাড়াও আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে তাকে শ্বশুর মশাই সুব্রত ভট্টাচার্য আর কোচ সুব্রত ভট্টাচার্যের মধ্যে যেকোন একটা বেছে নিতে বলা হলে, অতি সহজেই কোচ সুব্রত ভট্টাচার্যকে বেছে নেন এবারের সাফকাপ জয়ী এই অধিনায়ক।
Team India Captain is talking about his Father-in-Law and legend footballer Subrata Bhattachrya at Kolkata today.@chetrisunil11 @MohunBaganFans @Mohun_Bagan #SunilChhetri #SubrataBhattacharya #MohunbaganDay #FootballIndia #IndianFootball #IndianLegends #FootballHeroes… pic.twitter.com/5MGTdMJWwR
— Rana Sarkar (@RanaSarkar) July 29, 2023
এছাড়াও স্মৃতির পাতা উল্টোতে উল্টোতে তিনি তুলে ধরেন কোচ সুব্রত ভট্টাচার্যের কথা। ছেত্রীর কথায়, সুব্রত ভট্টাচার্য আমাকে সর্বদা বলে এসেছেন যে সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। ক্লাবের জন্য খেলো। ক্লাবের জার্সির জন্য খেলো। তারপর তিনি আবারও বলে ওঠেন যে আমার কাছে, মোহনবাগান মানেই সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য মানেই মোহনবাগান। যা শুনে রীতিমতো হাততালিতে ফেঁটে পরে গোটা সবুজ-মেরুন তাঁবু।