নর্থইস্ট ছেড়ে মিশরের এই ফুটবল দলে ইয়াসির

জানুয়ারি মাসের শুরু থেকেই চালু হয়ে গিয়েছিল এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো। সেটি কাজে লাগিয়েই নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিতে তৎপর ছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। সব…

Yaser Hamed

জানুয়ারি মাসের শুরু থেকেই চালু হয়ে গিয়েছিল এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো। সেটি কাজে লাগিয়েই নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিতে তৎপর ছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। সব থেকে বেশি উঠে আসতে শুরু করেছিল কলকাতা ময়দানে দুই প্রধান তথা মোহনবাগান সুপারজায়ান্টস এবং ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের কথা। বারংবার তাদের নজর গিয়ে পড়েছে একবারের আইএসএল চ্যাম্পিয়ন ক্লাব হায়দরাবাদ এফসির দিকে।

নিজেদের রক্ষণভাগকে শক্তিশালী করতে চিংলেসানা সিংকে টানার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল মোহনবাগান। সেইমতো কথাবার্তাও এগিয়ে যায় অনেক দূর। তবে পরবর্তীতে এই তারকা ফুটবলাকে দলে টানার জন্য এগিয়ে আসে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মত ক্লাবগুলি। যার দরুন সানার মোহনবাগানে আসা একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাজিমাত করে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

পরবর্তীতে চমক দেখায় কলকাতার অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। নিজেদের দুই দাপুটে ফুটবলার তথা জাভিয়ের সিভেরিও টোরো ও বোরহা হেরেরার মতো ফুটবলারদের লোনে অন্যত্র পাঠায় ইস্টবেঙ্গল। একজনকে পাঠানো হয় এফসি গোয়া থেকে অন্য একজনকে জামশেদপুর এফসিতে। তার বদলে দলে আনা হয় স্প্যানিশ হাইপ্রোফাইল ভিক্টর ভাসকুয়েজকে।

এছাড়াও আনা হয় কোস্টারিকার তারকা ফোবর্সকে। কয়েকদিন আগেই শহরে এসে গিয়েছেন স্প্যানিশ তারকা। আজ থেকে দলের সঙ্গে অনুশীলনেও নেমেছেন তিনি। তবে পিছিয়ে নেই অন্যান্য ক্লাবগুলি। নিজেদের সাধ্যমত প্রত্যেকেই চমক দেওয়ার চেষ্টা করেছে এই দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে।

তবে এবার দল ছাড়লেন নর্থইস্ট ইউনাইটেডের অন্যতম তারকা ফুটবলার ইয়াসির হামিদ। প্রথমদিকে নিজেদের মাঝমাঠকে আরো শক্তিশালী করে তুলতে তারা দলে নিয়েছিল এই ফুটবলারকে। তবে দ্বিতীয় লেগের শুরুতেই ভারত ছেড়ে মিশর পাড়ি দিলেন তিনি। এবার যোগদান করলেন মিশরের প্রথম ডিভিশনের ক্লাব জামালেকে। এবার সেখানেই নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন প্যালেস্টাইনের তরুন ডিফেন্ডার।