আইএসএল শেষ করেই ইম্ফলের খুয়ান লাম্পাক স্টেডিয়াম ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে গিয়েছিল ভারতীয় ফুটবলাররা (Indian football)। যেখানে প্রতিপক্ষ ছিল মায়ানমার ও কিরঘিজ রিপাবলিকের (Kirghiz Republic) মতো দেশ। গত ২২ তারিখ দলের প্রধান খেলোয়াড়দের অনেকে বসিয়ে মায়ানমারের বিপক্ষে দল নামিয়ে ছিল ভারত। তাতে পরিচিত ছন্দ না দেখা গেলেও অনিরুদ্ধ থাপার গোলে জয় পেয়েছিল ব্লু টাইগার্স।
গোলের সুযোগ হাতছাড়া করেছিলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তা নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না তিনি। বলেছিলেন, দেশের হয়ে আরও গোল করতে চাই। আসন্ন কিরঘিজ ম্যাচে ও গোল পেতে চাই। সেটাই করে দেখিয়েছেন গতকাল। ম্যাচের ৮৩ মিনিটের মাথায় পেনাল্টি পায় ভারতীয় দল। সেখান থেকেই গোল করে ২-০ ব্যবধানে ভারত কে এগিয়ে দেন সুনীল ছেত্রী। যারফলে নির্ধারিত সময়ে এই দুই গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে সুনীল ব্রিগেড। তবে এখানেই শেষ নয়, অপরাজিত ভাবে টুর্নামেন্ট জয়ের পাশাপাশি ইতিহাস সৃষ্টি করেন ছেত্রী।
গতকাল পেনাল্টি থেকে গোল পাওয়ার ফলে আন্তর্জাতিক কেরিয়ারে ৮৫ তম গোলের রেকর্ড করেন এই ভারতীয় অধিনায়ক। যারফলে, পুসকাস কে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্ষেত্রে গোলের নিরিখে ৫ নম্বরে উঠে এলেন তিনি। বলাবাহুল্য, বর্তমানে খেলায় থাকা ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর আন্তর্জাতিক ক্ষেত্রে তৃতীয় স্থানে উঠে এলেন সুনীল ছেত্রী। যা আপামর ভারতীয়দের কাছে অত্যন্ত গৌরবের।
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বাধিক গোলের মালিক বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার ঝুলিতে রয়েছে ১২২টি গোল। দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের প্রাক্তন তারকা আলি দাই। তার ঝুলিতে রয়েছে ১০৯টি গোল। তারপরেই রয়েছেন বর্তমান বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। তিনি করেছেন ১০২ টি গোল। চতুর্থ স্থানে রয়েছেন সার্বিয়ার প্রাক্তন ফুটবলার মোখতার দাহারিয়া। তিনি করেছিলেন মোট ৮৯ টি গোল। পাশাপাশি পঞ্চম স্থানে ছিলেন হাঙ্গেরির পুসকাস। যার ঝুলিতে ছিল মোট ৮৪ টি গোল। গতকাল সেই রেকর্ড ভেঙে উপরে উঠে এলেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।