Emami East Bengal FC: ডেভলপমেন্ট লিগে ডার্বি জিতে পরের রাউন্ডে ইমামি ইস্টবেঙ্গল

অবশেষে ফের জয়ের সরণিতে ফিরল লাল-হলুদ (Emami East Bengal FC)। আজ ডেভলপমেন্ট লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল বিনো জর্জের ছেলেরা।

Emami East Bengal FC টীমের লোগো

অবশেষে ফের জয়ের সরণিতে ফিরল লাল-হলুদ (Emami East Bengal FC)। আজ ডেভলপমেন্ট লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল বিনো জর্জের ছেলেরা। নির্ধারিত সময়ের ২-০ গোলে জয় নিশ্চিত করে ইমামি ইস্টবেঙ্গল। দলের হয়ে গোল করেন নাসিব ও আমন।

গত ম্যাচেই জামশেদপুর এফসির কাছে পরাজিত হতে হয়েছিল তুহিন-হিমাংশুদের। ভালো খেলেও শেষরক্ষা হয়নি। যারফলে ৩-২ খোলে ম্যাচ হারতে হয়েছিল তাদের। কিন্তু তার কোনো প্রভাব পড়েনি আজকের ম্যাচে। বরং ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে, সহজ জয় ছিনিয়ে নিয়েছে ছেলেরা। যারফলে, পরবর্তী রাউন্ডে নিজেদের স্থান পাকা করে নিয়েছে লেসলি ক্লডিয়াস সরনীর এই ক্লাব।

চলতি মরশুমের আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি লাল-হলুদ শিবির। যা নিয়ে তীব্র হতাশা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। কিন্তু রিলায়েন্স কতৃক আয়োজিত এবার ডেভলপমেন্ট লিগে শুরু থেকেই ব্যাপক ছন্দে থেকেছে ইমামি ইস্টবেঙ্গল শিবির। প্রথম ম্যাচে ইউনাইটেড

স্পোর্টস ক্লাব কে হারানোর পর থেকেই অপরাজিত ছিল ইস্টবেঙ্গল। এমনকি শক্তিশালী মোহনবাগানের জয় ও আটকে দিয়েছিল তারা। কিন্তু গত ম্যাচেই তাদের হারিয়েছিল জামশেদপুর।

তাতে ভেঙে পড়েনি দলের ফুটবলাররা। বরং আজকের ম্যাচে আগের থেকে বেশি প্রভাব বিস্তার করতে দেখা যায় লাল-হলুদ ফুটবলারদের। শুরু থেকেই মাঝমাঠ হয়ে সোজা প্রতিপক্ষের রক্ষণভাগে ঝড় তুলতে থাকে আমনরা। তবে প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ হয় ফুটবলাররা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের মাথায় নাসেবের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল শিবির। পাল্টা আক্রমণ করতে থাকে মহামেডান শিবির। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে আসেনি। বরং ম্যাচের ৭২ মাথায় মিনিটের মাথায় আমনের দৌলতে ব্যবধান বাড়ায় লাল-হলুদ। শেষ পর্যন্ত ২ গোলে জয়ী হয় ইস্টবেঙ্গল।