আন্তর্জাতিক ফুটবল থেকে ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। প্রায় ১৯ বছর তিনি ভারতীয় ফুটবল দলের হয়ে মাঠ কাঁপিয়ছেন। সুনীলের অবসরের পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁকে এবার ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে দেখতে পাওয়া যাবে? জবাবটা সুনীল নিজেই দিলেন।
ভারতে ‘তালাল ২.০’! আসছে আর্জেন্টাইন ফুটবলার
সম্প্রতি ‘দ্য লাল্লনটপ’কে দেওয়া একটি ইন্টারভিউয়ে সুনীল ছেত্রীকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। সেখানে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন যে কোচিং করার কোনও ইচ্ছাই আপাতত তাঁর নেই। সুনীল বললেন, ‘আমার কোচ হওয়ার কোনও সম্ভাবনা নেই বললেই চলে। আমি অত্যন্ত স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক প্রকৃতির একজন মানুষ। আমি শুধুমাত্র নিজের খেয়ালটুকু রাখতে জানি। একেবারেই দুরদর্শী নই।’
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘আমি এভাবেই ঠিক আছি। কোনও একজন ফুটবলারকে আমি হয়ত অনুপ্রাণিত করতে পারি। কিন্তু, কোচিং যথেষ্ট কঠিন একটা কাজ। আপনি দেখুন, প্রত্যেক কোচের উপর যথেষ্ট চাপ থাকে। সেকারণে ওরা তাড়াতাড়ি বুড়োও হয়ে যায়। ভারতের অধিকাংশ ফুটবলারই পাগল (হাসি)। ফলে ২৬ জন ভিন্ন ফুটবলারের আদর্শ মাথায় নিয়ে একটা দল পরিচালনা করা একেবারেই সহজ কাজ নয়। মাথা ঠাণ্ডা রেখে এদের সবাইকে নিয়ে আমাদের চলতে হয়।’
‘আমরা বাংলাদেশী নই…’, মোহনবাগানের কাছে কাতর আর্জি লাল-হলুদ সমর্থকদের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে ডেবিউ করেন সুনীল ছেত্রী। গোটা কেরিয়ারে তিনি ১৫০টি আন্তর্জাতিক ম্যাচে ৯৪টি গোল করেছেন। ২০১১ সালে অর্জুন পুরস্কার, ২০১৯ সালে পদ্মশ্রী পুরস্কার, ২০২১ সালে খেলরত্ন সম্মানে ভূষিত হয়েছেন।