Honda-Royal Enfield-এর চাপ বাড়িয়ে সামনের মাসেই নতুন বাইক আনছে Jawa-Yezdi

ভারতে মডার্ন-রেট্রো মোটরসাইকেলের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। সম্প্রতি উক্ত সেগমেন্টে লঞ্চ হয়েছে আইকনিক মোটরবাইক BSA Gold Star 650। লড়াই কঠিনতর করতে এবার ময়দানে নামছে জাওয়া…

Jawa-42

ভারতে মডার্ন-রেট্রো মোটরসাইকেলের চাহিদা দিনদিন বেড়েই চলেছে। সম্প্রতি উক্ত সেগমেন্টে লঞ্চ হয়েছে আইকনিক মোটরবাইক BSA Gold Star 650। লড়াই কঠিনতর করতে এবার ময়দানে নামছে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস (Jawa Yezdi Motorcycles)। Jawa 350 ও Jawa 42-এ ব্যাপক আপডেট সহ লঞ্চ করার পর এবারে সংস্থা আরও একটি নতুন বাইক আনতে চলেছে। সব ঠিকঠাক চললে আগামী ৩ সেপ্টম্বর লঞ্চ হবে বাইকটি।

৩ সেপ্টেম্বর আসছে Jawa Yezdi-র নতুন বাইক

   

Jawa 42 লঞ্চের সময়ই একটি নয়া মডেল আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিল জাওয়া ইয়েজদি (Jawa-Yezdi)। যদিও এর বেশি বাইকটির প্রসঙ্গে একটি বাক্যও ব্যয় করেনি সংস্থা। কেবল জানা গিয়েছে, এটি মডার্ন-রেট্রো সেগমেন্টে আসছে। 

Honda CB350 RS-কে চ্যালেঞ্জ ছুড়ে নতুন বাইকটি আনা হচ্ছে। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে Jawa 350-এর ইঞ্জিন ব্যবহার করা হবে বলে অনুমান। এই ৩৩৪ সিসি, লিকুইড-কুল্ড, সিঙ্গেল-সিলিন্ডার মোটর থেকে ২২.২৬ বিএইচপি শক্তি এবং ২৮.১ এনএম টর্ক উৎপন্ন হয়। তবে আসন্ন মডেলটির টিউনিং আলাদা করা হতে পারে।

Thar থেকে Scorpio, মাহিন্দ্রা’র এই 3 জনপ্রিয় SUV আসছে ইলেকট্রিক অবতারে

স্টাইলিশ ডিজাইনে আসতে পারে জাওয়া’র আসন্ন এই বাইক। সংস্থার নিজেস্ব ঘরানা এতেও বজায় থাকবে। অনুমানের ভিত্তিতে বলা যায়, এই মোটরসাইকেলটির মূল্য ২ লাখ থেকে ২.১০ লাখ টাকা ধার্য করা হবে। লঞ্চের পর এর বুকিং গ্রহণ শুরু হবে।