সুহেল হতে পারে মলিনার তুরুপের তাস

ডুরান্ড কাপের (Durand Cup 2024) কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তার আগে পুরো মাত্রায় অনুশীলন সেরে রাখছে…

Suhail Ahmad Bhat Shines Under Pressure After CFL and Durand Cup Success

ডুরান্ড কাপের (Durand Cup 2024) কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তার আগে পুরো মাত্রায় অনুশীলন সেরে রাখছে দল। ডুরান্ড কাপে সিনিয়র টিমের ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছেন বাগান কোচ হোসে মলিনা।

   

কামিন্সকে মধ্যমণি করেই দল সাজাতে পারেন মলিনা

প্রতিপক্ষ হিসেবে পঞ্জাব এফসি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ক্ষমতা রাখে। মোহনবাগান সুপার জায়ান্টের মতো পঞ্জাব এফসিও যোগ্য দল হিসেবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। প্রতিপক্ষ দলকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মলিনা।

প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনা থাকবে তাঁর মগজে। জেসন কামিন্সকে সামনে রেখে হয়তো দল সাজাবেন মলিনা। তাঁর সঙ্গে থাকতে পারেন গ্রেগ স্টুয়ার্ট কিংবা দিমিত্রি পেত্ৰাতস। দিমি কলকাতায় এসেই দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন। নতুন ফুটবলারদের সঙ্গেও মানিয়ে নিয়েছেন। বল পায়ে করেছেন অনুশীলন। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান তারকা ফুটবলারকেও মাঠে পরখ করে নিতে পারেন সুপার জায়ান্টের স্প্যানিশ কোচ।

শ্রীলঙ্কা সফরের পরই ‘নিরুদ্দেশ’ হার্দিক, কোথায় আছেন ভারতের তারকা অলরাউন্ডার?

স্ট্রাইকার হিসেবে জেসন কামিন্স প্রথম একাদশে থাকলে, সুহেল আহমেদ ভাট হতে পারেন তাঁর ব্যাকআপ অপশন। দরকারের সুহেলকে মাঠে নামানোর কথাও কোচ ভাবতে পারেন। কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের সম্প্রতি ম্যাচগুলোতে সুহেলকে খেলানো হয়নি। সিনিয়র ফুটবলারদের সঙ্গেই অনুশীলন করছেন এই কাশ্মীর তনয়।