বয়স বাড়লেও ফুটবল নিয়ে উৎসাহ কমেনি এতটুকু। বৃহস্পতিবার সকালেই কলকাতায় পৌঁছেছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন। সকালে পৌঁছনোর পর বিকেলের মধ্যে মাঠে নেমে পড়লেন তিনি। ছেলেদের নিয়ে নিজেও দৌড় শুরু করলেন ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) মাঠে।
আরও পড়ুন: East Bengal থেকে প্রায় আড়াই কোটি টাকা আয় করতে চলেছে এই ভারতীয়
বৃহস্পতিবার বিকেলে ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করবে এ কথা ফুটবল প্রেমীরা জানতেন। নতুন মরসুম শুরু হওয়ার আগে দলের প্রথম অনুশীলন দেখে মাঠে হাজির হয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। “ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল…” শ্লোগানের মধ্য দিয়ে ফুটবলারদের মাঠে বরণ করে নিয়েছেন ক্লাব ভক্তরা।
আরও পড়ুন: Emami East Bengal : বাংলায় আমাদের জন্ম, বাংলার আবেগ আমরা বুঝি: আদিত্য আগরওয়াল
স্টিফেন কনস্ট্যান্টাইন দুই দফায় ভারতের জাতীয় দলের কোচিং করিয়েছেন। যাঁরা দীর্ঘ দিন ভারতীয় ফুটবলকে কাছ থেকে দেখেছেন, তাঁরা জানেন স্টিফেন কতোটা ‘টাইম পাংচুয়াল’। এদিনও তার প্রফলন দেখা গেল ইস্টবেঙ্গল মাঠে।
আরও পড়ুন: East Bengal: ইস্টবেঙ্গলে আসছে অস্ট্রেলিয়ার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচ
৫৯ বছর বয়সী স্টিফেন মাঠে নেমে দৌড়চ্ছেন তরুণ ফুটবলারদের সঙ্গে। তার আগে দেখে নিয়েছেন মাঠ। মাঠের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেছেন কর্তাদের সঙ্গে। স্টিফেনের পাশাপাশি মাঠে রয়েছেন ইস্টবেঙ্গলের ওপর কোচ বিনো জর্জ। একটু গা ঘামানোর পর ফুটবলারা নিজেদের মধ্যে করেছেন গ্রাউন্ড পাসের অনুশীলন।