Fact Check : ISL-এ ফিরছেন স্টিফেন কনস্ট্যানটাইন!

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার আগে ফের তোলপাড় ভারতীয় ফুটবল মহল। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, ইন্ডিয়ান সুপার লীগে (ISL) ফিরছেন স্টিফেন কনস্ট্যানটাইন। তাও আবার বেঙ্গালুরু এফসির…

Stephen Constantine speaking to the media

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খোলার আগে ফের তোলপাড় ভারতীয় ফুটবল মহল। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, ইন্ডিয়ান সুপার লীগে (ISL) ফিরছেন স্টিফেন কনস্ট্যানটাইন। তাও আবার বেঙ্গালুরু এফসির হেড কোচ হয়ে! সত্যি কি তাই?

চলতি মরসুমে বেঙ্গালুরু এফসির পারফরম্যান্স একেবারে প্রত্যাশা মতো হচ্ছে না। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে সম্প্রতি বিশ্রীভাবে হেরেছে দল। এরপরেই ক্লাবের কর্ণধার পার্থ জিন্দাল সামাজিক মাধ্যমে দলের পারফরম্যান্স নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি সরাসরি বলেন, এটা বেঙ্গালুরু এফসির খেলা নয়। আমাদের আবার আগের জায়গা ফিরে পেতে হবে। বদল প্রয়োজন।

পার্থ জিন্দালের এই মন্তব্যের পর মনে করা হচ্ছে হেড কোচ বদল করার ভাবনায় রয়েছে বেঙ্গালুরু এফসি। সিমন গ্রেসনের জায়গায় কাকে কোচ করা হতে পারে সে ব্যাপারে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে একটি সোশ্যাল মিডিয়া X – এর প্রোফাইল থেকে দাবি করা হয়, স্টিফেন কনস্ট্যানটাইনকে কোচ করে আনছে বেঙ্গালুরু এফসি। এরপরেই শুরু হয় জল্পনা।

স্টিফেন কনস্ট্যানটাইন সম্পর্কিত এই পোস্ট করা হয় ‘ বেঙ্গালুরু এফসি ‘ নামের একটি প্রোফাইল থেকে। অনেকেই ধরে নিয়েছিলেন যে এটাই ক্লাবের অফিসিয়াল অ্যাকাউন্ট। কিন্তু আসলে তা নয়। বেঙ্গালুরু এফসির অফিসিয়াল X অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে, আর এই ভুয়ো পেজটিতে কোনো ব্লু টিক নেই। এটি একটি ভুয়ো পোস্ট। বেঙ্গালুরু ফুটবল ক্লাব সরকারীভাবে স্টিফেন কনস্ট্যানটাইনকে নিয়ে আসলে কোনও পোস্ট করেনি।