East Bengal: আইএসএল-এর মাঝে আরও একটি টুর্নামেন্ট খেলবে ইস্টবেঙ্গল

চলতি মরসুমে একাধিক টুর্নামেন্টে দল নামাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতা ফুটবল লীগ, ডুরান্ড কাপ খেলেছে দল। চলছে ইন্ডিয়ান সুপার লীগ। এবার কুলদাকান্ত শিল্ড খেলবে ইস্টবেঙ্গল।…

East Bengal'

চলতি মরসুমে একাধিক টুর্নামেন্টে দল নামাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতা ফুটবল লীগ, ডুরান্ড কাপ খেলেছে দল। চলছে ইন্ডিয়ান সুপার লীগ। এবার কুলদাকান্ত শিল্ড খেলবে ইস্টবেঙ্গল।

জানা গিয়েছে, ইন্ডিয়ান সুপার লীগ চলাকালীন উত্তরবঙ্গের কুলদাকান্ত শিল্ড খেলতে যাবে ইস্টবেঙ্গল। রায়গঞ্জে হবে টুর্নামেন্ট। এর আগে ইন্ডিপেন্ডস কাপে খেলেছিল লাল হলুদ ব্রিগেড। প্রশ্ন উঠেছে আইএসএল চলাকালীন উত্তরবঙ্গে আয়োজিত টুর্নামেন্টে কী করে দল নামাবে ক্লাব? আসলে রিজার্ভ দলকে রায়গঞ্জে পাঠাচ্ছে দল। সিনিয়র দল খেলবে ইন্ডিয়ান সুপার লীগ, রিজার্ভ দল কুলদাকান্ত শিল্ড।

   

আরও পড়ুন:  Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক

বাংলার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের মধ্য পড়ে কুলদাকান্ত শিল্ড। প্রায় নব্বই বছরের পুরনো এই প্রতিযোগিতা। কলকাতার অন্য প্রধান মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবও অতীতে খেলেছে শিল্ডে।

মরসুমের মাঝপথে আরও একটি টুর্নামেন্টে দল নামানো প্রসঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের সহ সচিব রূপক সাহা বলেছেন, “আমরা ফুটবলের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছি। ওখানে আমাদের প্রচুর সমর্থক রয়েছে। আমরা যখন উত্তরবঙ্গে গিয়েছিলাম তখন এই প্রস্তাব এসেছিল। এবার সেখানে খেলতে যাচ্ছে ক্লাব, ভালোই তো।” প্রায় পঞ্চাশ বছর আগে কুলদাকান্ত শিল্ড খেলেছিল ইস্টবেঙ্গল।