IPL: অলরাউন্ডার ও স্পিন বিভাগ এবার ভোগাতে পারে মুম্বইকে

দরজায় কড়া নাড়ছে পঞ্চদশ আইপিএল (IPL)। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।…

দরজায় কড়া নাড়ছে পঞ্চদশ আইপিএল (IPL)। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এবারই প্রথম ১০ দলের আইপিএল আয়োজন হতে চলেছে। তাছাড়া করোনা পরবর্তী যুগে ফের ভারতের মাটিতে এই ক্রোড়পতি লিগ নিয়ে এবারও যেন উত্তেজনার পারদটা একটু বেশিই। তাই মেগা লড়াই শুরুর আগে বরং দেখে নেওয়া যাক দলগুলি কেমন হয়েছে, তাদের শক্তি-দুর্বলতা। এই প্রতিবেদনে রইল আইপিএলের ইতিহাসে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স-এর চুলচেরা বিশ্লেষণ।

পুরো দল

ভারতীয় ব্রিগেড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, ঈশান কিষাণ, জয়দেব উনাদকাট, বাসিল থাম্পি, মায়াঙ্ক মারকান্ডে, মুরুগান অশ্বিন, আনমলপ্রীত সিং, রাহুল বুদ্ধি, অর্জুন তেন্ডুলকর, আর্শাদ খান, হৃত্বিক শোকিন, রামনদীপ সিং, সঞ্জয় যাদব, তিলক বর্মা, আরিয়ান জুয়াল।

বিদেশি ব্রিগেড: জোফরা আর্চার, ডিওয়াল্ড ব্রেভিচ, টিম ডেভিড, রিলে মেরেডিথ, তাইমাল মিলস, কায়রন পোলার্ড, ড্যানিয়েল স্যামস, ফাবিয়ান অ্যালেন, 

সাফল্যের খতিয়ান: পরিসংখ্যানের বিচারে আইপিএলের সফলতম দল। মোট পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই। ফাইনালে উঠে মাত্র একবারই ট্রফি হাতছাড়া হয়েছে তাদের। ২০১০ সালে রানার্সআপ হয় মুম্বই ইন্ডিয়ান্স। 

শক্তি: তুখর নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে রোহিতের বিধ্বংসী পারফরম্যান্স মুম্বইয়ের সবথেকে বড় সম্পদ। এছাড়া ঈশান, সূর্য, পোলার্ডদের মতো মারকুটে ব্যাটাররা যে কোনও মুহূর্তে ম্যাচের রঙ বদলে দিতে পারেন। বোলিংয় বুমরার সঙ্গে এবার যোগ দিয়েছেন আর্চার। ফলে শুরুতে বিপক্ষের উইকেট তুলে নিতেও কোনও কার্পণ্য করবে না মুম্বই। পেস আক্রমণে অনেক বিকল্প থাকায় যথেষ্ট শক্তিশালী।

দুর্বলতা: দলে এবার আনক্যাপড ক্রিকেটারের আধিক্য বেশি। হার্দিক, ক্রুনাল, রাহুল চাহারদের পরিবর্ত নিলাম থেকে তুলে নিতে ব্যর্থ হয়েছে মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট। লম্বা টুর্নামেন্টে রোহিত-ঈশান-সূর্যরা চোটের কবলে পড়লে বেশ সমস্যায় পড়তে হবে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজিটিকে। পান্ডিয়া ভাই না থাকায় স্বাভাবিক ভাবেই ব্যাটিংয়ের গভীরতা কিছুটা কমেছে। পাশাপাশি ভালো মানের অলরাউন্ডারের অভাব রয়েছে দলে। একই অবস্থা স্পিন বিভাগেও। দলের বোলিং ডিপার্টমেন্ট তাকিয়ে রয়েছে কার্যত পেসারদের দিকেই।

নজরে যাঁরা

রোহিত শর্মা: সদ্য দেশের পূর্ণসময়ের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হিটম্যান। তারপর থেকে তিনি অপরাজিত। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রোহিতের কাছে বড় চ্যালেঞ্জ। আর এবারের আইপিএল যেন তারই মহড়া।

ঈশান কিষাণ: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ওপেনিং জুটি কে হবেন? এই প্রশ্নের উত্তর ভারতীয় টিম ম্যানেজমেন্ট খুঁজে নেবে এই আইপিএল থেকেই। যার দৌড়ে রয়েছেন ঈশান। নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন তিনি।

জোফরা আর্চার: রাজস্থান র‍য়্যালসের হয়ে যখন শেষ মরসুমে মাঠে নেমেছিলেন, তখন মন জিতেছিলেন সমর্থকদের। এবার মুম্বই ভক্তরাও কিন্তু আর্চারের সেই পারফরম্যান্স দেখতে মুখিয়ে। বলের পাশাপাশি ব্যাট হাতেও তিনি দলের বড় ভরসা।

প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, কায়রন পোলার্ড, আনমলপ্রীত সিং, জোফরা আর্চার, তাইমাল মিলস/রিলে মেরেডিথ, জসপ্রীত বুমরা, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে।