ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পথে জাতীয় দলের এই মহিলা ফরোয়ার্ড

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের জন্য দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী কয়েকদিনের মধ্যেই শহরে এসে পৌঁছাবেন নয়া বিদেশি ফুটবলাররা।…

Sandhiya Ranganathan

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের জন্য দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী কয়েকদিনের মধ্যেই শহরে এসে পৌঁছাবেন নয়া বিদেশি ফুটবলাররা। কিন্তু তার আগে বুধবার থেকেই কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে লাল-হলুদের সিনিয়র দল। তবে শুধু ছেলেরাই নয়, ইন্ডিয়ান ওমেনস লিগের কথা মাথায় রেখে বেশ কিছু দাপুটে ফুটবলারদের দিকে নজর ছিল এই ফুটবল ক্লাবের। যাদের মধ্যে সবথেকে বেশি উঠে আসতে শুরু করেছিল ফরোয়ার্ড ‘সন্ধ্যা রঙ্গনাথনের’ (Sandhiya Ranganathan)নাম। অ্যাথলেটিক ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বছর ছাব্বিশের এই মহিলা ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ইমামি ইস্টবেঙ্গল।

   

পূর্বে গত দুইটি মরশুম ধরে গোকুলাম কেরালার জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল এই ফরোয়ার্ডের। গোল করার পাশাপাশি বেশকিছু অ্যাসিস্ট ও ছিল সন্ধ্যা রঙ্গনাথনের। স্বাভাবিকভাবেই গোকুলামের দাপুটে ফুটবলারকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত তাঁকে চূড়ান্ত করে লাল-হলুদ ব্রিগেড। যার দরুণ আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ।

এই ফুটবলারকে সামনে রেখেই খেতাব জয়ের পরিকল্পনা এই প্রধানের। গত ২০১৮ সালে সেতু এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন তিনি। ২৫ টি ম্যাচে তার ঝুলিতে ছিল প্রায় ২৭টি গোল। সেই বছর ওমেন্স লিগ জয় করে এই ফুটবল ক্লাব। পাশাপাশি সেরা খেলোয়াড় নির্বাচিত হন সন্ধ্যা রঙ্গনাথন।

পরবর্তীতে তিনি চলে আসেন গোকুলাম কেরালা এফসিতে। সেখানেও গোল পেয়েছেন নিয়মিতভাবে। গত ২০২২-২৩ মরশুমে তাঁর দক্ষতার দরুন অনায়াসেই খেতাব জয় করে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে শুধু ক্লাব ফুটবল নয়। জাতীয় দলের জার্সিতে অভূতপূর্ব পারফরম্যান্স থেকেছে এই ফরোয়ার্ডের। এখনো পর্যন্ত করে ফেলেছেন প্রায় ১০ টি গোল। বলাবাহুল্য, দলের প্রয়োজন অনুযায়ী একাধিক ভাগে খেলতে পারেন এই ফুটবলার। নতুন মরশুমে তাঁর ইস্টবেঙ্গলে আগমন যথেষ্ট প্রভাব ফেলতে পারে প্রতিপক্ষের রক্ষনভাগে।