Mohammedan SC: সাদা-কালো শিবিরেই থেকে যাচ্ছেন এই তারকা ফুটবলার

গতবারের সমস্ত হতাশা ভুলে নতুন আইলিগ মরশুমে ঝাঁঝালো পারফরম্যান্স করার লক্ষ্যে এবার বদ্ধপরিকর সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেড।

Sk Faiaz

গতবারের সমস্ত হতাশা ভুলে নতুন আইলিগ মরশুমে ঝাঁঝালো পারফরম্যান্স করার লক্ষ্যে এবার বদ্ধপরিকর সাদা-কালো (Mohammedan SC) ব্রিগেড। সেজন্য অনেক আগে থেকেই দলকে ঢেলে সাজানো শুরু করেছিল ম্যানেজমেন্ট। এই কারনে তখনকার তৎকালীন কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে বিদেশি ফুটবলারদের পাশাপাশি বহু দেশীয় তারকা ফুটবলার চূড়ান্ত করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেয় মহামেডান।

সেইমতো গত মরশুমের শেষেই আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজকে চূড়ান্ত করে সাদা-কালো ব্রিগেড। এরপর ঘানাই তারকা প্রিন্স ওপোকু ও রিয়াল কাশ্মীর দলের প্রাক্তন অধিনায়ক লামিনে মোরোকে সাইন করানো হয় রেডরোডের এই ক্লাবে।

শুধু বিদেশি নয়। দেশীয় ফুটবলারদের ক্ষেত্রে ও যথেষ্ট দক্ষতার সাথে চলতে থাকে নির্বাচন প্রক্রিয়া। গত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে দলের হয়ে খেলা দুই তারকা ফুটবলার দীপু হালদার ও উইলিয়াম সহ ডেভিডের মতো দাপুটে ফুটবলারদের ও আনা হয় দলের মধ্যে। পাশাপাশি নর্থইস্ট ইউনাইটেডের হয়ে গত আইএসএল খেলা দাপুটে ফুটবলার মোহম্মদ ইরশাদ সহ লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন তারকা আঙ্গুসানার ও ডেস্টিনেশন থেকেছে সাদা-কালো শিবির। সেইসাথে দলের তিন কাঠি সুরক্ষিত রাখতে গোলরক্ষক জেটলি সোরোখাইবামকে ও সাইন করানো হয় দলের অন্দরে। এক কথায় বলতে গেলে নয়া তারকা ফুটবলারদের নিয়ে সেজে উঠেছে দল।

তবে সেক্ষেত্রে দলের অধিকাংশ পুরনো ফুটবলারদের রিলিজ করে দেওয়া হলেও এবার দলে থেকে যাচ্ছেন শেখ ফৈয়াজ। উল্লেখ্য, গত বেশ কয়েক মরশুম ধরেই দলের জার্সিতে মাঠ কাপাচ্ছেন এই তারকা ফুটবলার। এবারও তাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে সাদা-কালো শিবির। যারফলে, নয়া আইলিগে ফের মহামেডান দলের হয়েই খেলবেন এই প্রতিভাবান ফুটবলার।