দেরিতে ISL শুরু করার অনুরোধ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। যেখানে প্রথম ম্যাচে এবার মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স এফসি।

Kalyan Chaubey, President of AIFF

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। যেখানে প্রথম ম্যাচে এবার মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স এফসি। পূর্বে এই ম্যাচের ভেনু হিসেবে কলকাতাকে বেছে নেওয়া হলেও পরবর্তীকালে তা বদলে কোচিতে নিয়ে আসা হয়।

বর্তমানে সেই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। তবে এবার কিছুটা বদল আসতে পারে হিরো আইএসএলের এই সময় সূচীতে। আসলে নির্ধারিত সূচীর থেকে কিছুটা সময় পিছিয়ে এই ফুটবল টুর্নামেন্ট শুরু করার জন্য আবেদন করার কথা শোনা গিয়েছে, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের তরফ থেকে। কিন্তু হঠাৎ কেন এমনতর সিদ্ধান্ত নিতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন?

আসলে চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই চীনের হাংঝাউতে শুরু হবে এশিয়ান গেমসের মতো টুর্নামেন্ট। আবার তার কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সেরা টুর্নামেন্ট আইএসএল। সেকথা মাথায় রেখেই জাতীয় শিবিরের জন্য খেলোয়াড় ছাড়তে নারাজ দেশের সিংহভাগ ক্লাব। তাছাড়া এই ফুটবল টুর্নামেন্ট ফিফার আন্তর্জাতিক আওতায় না থাকায় খেলোয়াড় ছাড়তে বাধ্য নয় দেশের ফুটবল ক্লাব গুলি। যারফলে, ভারতীয় দলের মাঠে নামা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। এই পরিস্থিতিতে দুই দিক বজায় রেখে সুষ্ঠুভাবে সমস্ত কিছু পরিচালনা করার ক্ষেত্রে এবার আসরে নামল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

এক্ষেত্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ চৌবে বলেন, এই সমস্ত বিষয়টি নিয়ে স্পোর্টস ডেভলপমেন্ট কমিটির সঙ্গে তিনি বিশেষ আলোচনায় বসবেন। যাতে সেপ্টেম্বর বাদ দিয়ে আগামী অক্টোবরের দিক থেকে হিরো আইএসএল শুরু করা সম্ভব হয়। পাশাপাশি তিনি আরও বলেন, “এই গোটা বিষয়টির জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে ভারত যেমন পূর্ন শক্তি নিয়ে মাঠে নামতে পারবে ঠিক তেমন ভাবেই পরবর্তী সময়ে নিজেদের গোটা দল নিয়ে লড়াই করতে পারবে আইএসএলের ক্লাব গুলি।”