Hero Indian Super League: কোথায় দেখা যাবে আইএসএলের ম্যাচ? জানুন

চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (Hero Indian Super League) নতুন মরশুম।

isl nita ambani

গত ৩ তারিখে শেষ হয়েছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যেখানে ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ট্রফি জিতেছে মোহনবাগান সুপারজায়ান্টস। তবে এখানেই সব শেষ নয়। চলতি মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (Hero Indian Super League) নতুন মরশুম। মাস চারেক আগে সেই ইঙ্গিত মিললেও তখনও চূড়ান্ত ছিল না কোনো কিছু।অবশেষে গত পড়শু দিন তাতেই পড়ে গিয়েছে শীলমোহর।

এবারের এই ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত মরশুমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা দুই ফুটবল দল তথা বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স। যেটি অনুষ্ঠিত হবে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। তারপর দ্বিতীয় ম্যাচে মানালো মার্কেজের এফসি গোয়ার মুখোমুখি হতে হবে আইএসএল জয়ী হায়দরাবাদকে।

গতবারের চ্যাম্পিয়ন তথা মোহনবাগান সুপারজায়ান্টস নিজেদের অভিযান শুরু করবে টুর্নামেন্টের নয়া দল তথা আইলিগ জয়ী পাঞ্জাব এফসির বিপক্ষে। এছাড়াও নিজেদের পুরোনো ধরন মেনে এবারও জামশেদপুর এফসির বিপক্ষে খেলেই নিজেদের অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল দল।

কিন্তু নিয়ম অনুসারে, গতবারের দুই ফাইনালিস্ট দলের মধ্য দিয়ে লড়াই শুরু হওয়ার কথা থাকলেও এবার বদলে ফেলা হয়েছে সেটি। পাশাপাশি টুর্নামেন্টের প্রথম ম্যাচে যুবভারতীতে করার কথা থাকলেও পরবর্তীকালে নানাবিধ কারন দেখিয়ে বদলে ফেলা হয় ভেন্যু। এক্ষেত্রে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় কোচিকে। সেখানেই অভিযান শুরু করবে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দল। যদিও এশিয়ান টুর্নামেন্টের কথা মাথায় রেখে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের তরফ থেকে টুর্নামেন্টের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনায় বসার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি কোনো কিছু।

কিন্তু প্রশ্ন হল কোথায় দেখানো হবে এবারের এই দশম আইএসএল? এই নিয়ে বিগত কয়েকদিন ধরে দেখা দিয়েছিল একাধিক প্রশ্ন। অবশেষে সেই নিয়ে নয়া তথ্য প্রকাশ্যে এলো এবার। ঘন্টাকয়েক আগেই আইএসএলের অফিসিয়াল সাইট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের এই হিরো ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম “জিও সিনেমা” তে। পাশাপাশি টেলিভিশনে ম্যাচ গুলির সরাসরি সম্প্রচার পেতে হলে নজর রাখতে হবে “স্পোর্টস ১৮” চ্যানেলে।