Hooghly: ত্রিবেণীর লোকনাথ মন্দিরে হামলা, সেবাইতের গলা কেটে খুনের চেষ্টা

ভয়াবহ ঘটনা ঘটল হুগলির ত্রিবেণীতে। গলায় ছুরি মেরে খুনের চেষ্টা করা হয় ত্রিবেণীর লোকনাথ মন্দিরের সেবাইতকে বলে অভিযোগ। জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে…

ভয়াবহ ঘটনা ঘটল হুগলির ত্রিবেণীতে। গলায় ছুরি মেরে খুনের চেষ্টা করা হয় ত্রিবেণীর লোকনাথ মন্দিরের সেবাইতকে বলে অভিযোগ। জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত সেবাইত গঙ্গারাপু তাতাইয়াকে। পুলিশসূত্রে জানা গিয়েছে বাঁশবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে ত্রিবেণী শিবপুর রাজাঘাট এলাকায় চলতি বছরের জুন মাসে লোকনাথ সেবাশ্রম মন্দির তৈরি করা হয়। লোকনাথ মন্দিরের প্রধান সেবাইত বিকাশ সাহা অভিযোগ করেছেন যে মন্দিরের সামনে দুই কাঠা জমি কেনেন তাঁরা। এরপর সেই জমি কিছুটা নিচু হওয়ায় উঁচু করার জন্য রাবিশ ফেলা হয় যার জন্য আপত্তি জানায় পাশের মদনমোহন গৌড়ীয় মঠ।

লোকনাথ মন্দিরের প্রধান সেবাইত বিকাশ সাহা জানান, ”গঙ্গার ঘাটে ছট পুজোর সময় ভিড় হয়। তাই সেই জায়গাকে অন্য কাজে ব্যবহারেও আপত্তি জানান গৌড়ীয় মঠের পুজারী। আমাকে হুমকি দেওয়া হয় বেশ কয়েকবার।” বৃহস্পতিবার সকালে লোকনাথ মন্দিরের সামনে গঙ্গারাপু তাতাইয়াকে গলায় ছুরি মারে দুষ্কৃতীরা বলে অভিযোগ। মঠের সঙ্গে বিবাদের জেরেই এমন ঘটনা বলে দাবি করেছেন প্রধান সেবাইত। তিন মাস আগে গঙ্গারাপু এই লোকনাথ মন্দিরে সেবাইতের কাজে যোগ দেন। গঙ্গারাপু তাতাইয়ার বাড়ি ত্রিবেণী বেলতলায়।

   

অপরদিকে মঠের পূজারী বিশ্বম্ভব ব্রহ্মচারী জানিয়েছেন, “এই জমিতে দীর্ঘদিন আমাদের অনুষ্ঠান হয়। কার জমি এ বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। ওরা যে অভিযোগ করছে সেটা ভিত্তিহীন। যে ঘটনা ঘটেছে আমি খুবই দুঃখিত। আর দীর্ঘদিন আমি এই মঠে আছি এই ধরনের ঘটনা আগে ঘটেনি।” ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মগরা থানার পুলিশ।