Peter Hartley: অবশেষে নতুন ক্লাবে সই করে ফেলল তারকা ব্রিটিশ ডিফেন্ডার

পিটার হার্টলে (Peter Hartley) জামশেদপুর ছাড়ার পর থেকে জোর গুঞ্জন ছড়িয়েছিলো সোশ্যাল মিডিয়ায়।চলতি জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে তিনি যোগদান করবেন ইস্টবেঙ্গলে এমনটাই মনে করা হচ্ছিলো

Jamshedpur FC ,captain, Peter Hartley, Football

ব্রিটিশ তারকা ফুটবলার পিটার হার্টলে (Peter Hartley) জামশেদপুর ছাড়ার পর থেকে জোর গুঞ্জন ছড়িয়েছিলো সোশ্যাল মিডিয়ায়।চলতি জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে তিনি যোগদান করবেন ইস্টবেঙ্গলে এমনটাই মনে করা হচ্ছিলো।

এমনটাই গুঞ্জন ছিলো চতুর্দিকে।কিন্তু সকলকে চমকে দিয়ে ৩৪ বছর বয়সী এই ইংলিশ সেন্ট্রাল ডিফেন্ডার সই করে ফেললেন ইংল্যান্ডের চতুর্থ ডিভিশনের ফুটবল ক্লাব হার্টলে কোলেতে।চলতি ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে আটটি ম‍্যাচ খেলেছিলেন হার্টলে, সেখানে গোল ক‍রেছিলেন একটি, এই সেন্টার ব‍্যাক পজিশনের ফুটবলার।তবে হার্টলের পারফরম্যান্স কিন্তু দিন দিন তলানিতে গিয়ে ঠেকছিলো সেই কথা অস্বীকার করার কোনও জায়গা নেই।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এরপর জামশেদপুর এফসি জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শুরুর আগে হার্টলে কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।নতুন ক্লাবের সাথে ৩০ শে জুন ২০২৩ সাল অবধি চুক্তি করেছেন হার্টলে।ভারতের কোনও ক্লাব নয়,বরং কেরিয়ারের পরবর্তী অধ‍্যায়টি নিজের দেশের এক চতুর্থ ডিভিশনের ক্লাবে খেলতে চলেছেন এই ফুটবলার।

অন্যদিকে, ওমিদ সিংয়ের বাকি বেতন এখন মেটাতে পারেনি ইস্টবেঙ্গল।তাই বাকি ফুটবলার সই করাতে সমস্যার মধ্যে পড়েছে লাল হলুদ ব্রিগেড।ওমিদের বকেয়া টাকা মেটাতে গতবছর ডিসেম্বর অবধি সময় দেওয়া হয়েছিল লাল হলুদ শিবির কে।সেই টাকা এখনও অবধি না মেটানোর জন্যে সমস্যায় আছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।শোনা যাচ্ছে খুব শীঘ্রই সেই টাকা এআইএফএফ’কে পাঠিয়ে দেবে ইমামি।কিন্তু কবে সেটা এখনও জানা যায়নি।