Asia Cup team: এশিয়া কাপের দল নির্বাচনে অসন্তষ্ট শ্রীকান্ত

চোটের জন্য নেই জসপ্রীত বুমরা। এশিয়া কাপের (Asia Cup) দলে ফিরেছেন বিরাট ও রাহুল। তবে মহম্মদ সামি বাদ। সামি দীর্ঘদিন ধরেই টি–২০ দলে নেই। এটা…

Asia Cup team selection

চোটের জন্য নেই জসপ্রীত বুমরা। এশিয়া কাপের (Asia Cup) দলে ফিরেছেন বিরাট ও রাহুল। তবে মহম্মদ সামি বাদ। সামি দীর্ঘদিন ধরেই টি–২০ দলে নেই। এটা বোঝা যাচ্ছে, সামিকে টি-২০ সংস্করণে আর ভাবছে না বিসিসিআই।সামি শেষ আন্তর্জাতিক টি–২০ খেলেছিলেন গত বিশ্বকাপে।

বিস্মিত ও অসন্তষ্ট প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বলেছেন, “আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান থাকলে সামিকে দলে রাখতাম। রবি বিষ্ণোইকে হয়ত দলে রাখতাম না। তবে বিশ্বাস করি, অক্ষর প্যাটেলকে দলে রাখা নিয়ে লড়াই চলত। আমার মতে, এই লড়াই হত অশ্বিন ও অক্ষরের মধ্যে। আমার ভোট কিন্তু অক্ষরের দিকেই থাকত।’

   

লোকেশ রাহুল চোট সারিয়ে দলে ফিরলেন। এশিয়া কাপের দলে রয়েছে দুই উইকেটরক্ষক ঋষভ পন্থ ও কার্তিক। তিন জন স্পিনার রয়েছে দলে। হার্দিক ও জাদেজার মতো দুই অলরাউন্ডার। শ্রীকান্তের মতে, ‘দল ভাল হয়েছে। তবে আমার মতে দলে শামির মত বিচক্ষণ পেসার থাকলে দল আরও শক্তিশালী হত।”

একইসঙ্গে, শ্রীকান্ত খুশি দীপক হুডার অন্তর্ভুক্তিতে। বলেছেন, “ব্যাট করতে পারে। বলটাও জানে।” তার আক্ষেপ অক্ষর প্যাটেলকে নিয়ে। বলে দিলেন, “অস্ট্রেলিয়ার পরিবেশে অক্ষর যথেষ্ট কার্যকরী। শুধু এশিয়া কাপের কথাই বলছি না। বিশ্বকাপের প্রসঙ্গও তুললাম। তবে বিশ্বকাপের এখনও কিছুটা দেরি আছে। নির্বাচকরা নিশ্চয়ই ভাবনাচিন্তা করবেন।”