Asraf Ali Mondal: ডিফেন্ডার হলেও পাস বাড়াতে দক্ষ, বাঙালি ফুটবলারকে লুফে নিল এই ক্লাব

প্রতিভা চিনে নিতে দেরি করেনি ক্লাব। লুফে নিয়েছে বাঙালি ফুটবলারকে। পাস বাড়াতে দক্ষ এই বঙ্গ তনয়। খেলেন রক্ষণভাগে। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আই লিগের ক্লাবগুলোও…

Asraf Ali Mondal

প্রতিভা চিনে নিতে দেরি করেনি ক্লাব। লুফে নিয়েছে বাঙালি ফুটবলারকে। পাস বাড়াতে দক্ষ এই বঙ্গ তনয়। খেলেন রক্ষণভাগে। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আই লিগের ক্লাবগুলোও নিজেদের দল গুছিয়ে নিচ্ছে। দুই বছরের চুক্তিতে আশরাফ আলি মন্ডলকে (Asraf Ali Mondal) দলে নিয়েছে শ্রীনিডি ডেকান। মূলত রক্ষণের ফুটবলার। খেলেন লেফট ব্যাক পজিশনে।

আধুনিক ফুটবলে রক্ষণের পাশপাশি আক্রমণে উঠে আসতে হয় সাইড ব্যাকের ফুটবলারদের। আলি মন্ডল সেই কাজটা খুব ভালো পারেন। ওভার ল্যাপে উঠে এসে সতীর্থদের উদ্দেশ্য বল বাড়ানো, আক্রমণ গড়ার ক্ষেত্রে তাঁর মুন্সিয়ানা রয়েছে। সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার এলিট অ্যাকাডেমির এই ছাত্র অতীত এটিকের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও বেঙ্গালুরু ইউনাইটেড, ডিএসকে শিবাজিয়ানসের মতো নামকরা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন।

   

আলি প্রসঙ্গে তাঁর নতুন ক্লাব লিখেছে, “We are glad to announce the joining of Ashraf Ali Mondal to the team. His coordinating abilities and accurate passing skills make him one of the exceptional players on the Indian football circuit. We are looking forward to playing exciting matches with him.”