সম্পত্তি বৃদ্ধির মামলাকারীর মঙ্গল হোক, আদালত থেকে কটাক্ষ CPIM নেতা তন্ময় ভট্টাচার্যের

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (Assets Increasing) বৃদ্ধির মামলায় তৃণমূলে কংগ্রেস নেতা মন্ত্রীরা ইডিকে পার্টি করতে আবেদন করছেন। আর প্রাক্তন সিপিআইএম (CPIM) বিধায়ক তন্ময় ভট্টাচার্য (Tanmoy…

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (Assets Increasing) বৃদ্ধির মামলায় তৃণমূলে কংগ্রেস নেতা মন্ত্রীরা ইডিকে পার্টি করতে আবেদন করছেন। আর প্রাক্তন সিপিআইএম (CPIM) বিধায়ক তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya) একই মামলায় ডাক পেয়ে আদালত গিয়ে কটাক্ষ করলেন মামলাকারীর মঙ্গল হোক !

সম্পত্তি বৃদ্ধি মামলায় বাম নেতাদের নামে যে তালিকা জমা পড়েছে আদালতে তাতে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের নাম আছে। সিপিআইএমের তরফে জানানো হয় মামলা স্বাগত। এর পরে রাজভবন মহলে চাঞ্চল্য ছড়ায়। সিপিআইএম দাবি করে সব প্রমাণ আদালতে জমা করা হবে। তাদের কোনও নেতা মন্ত্রীর বেআইনি সম্পত্তি নেই।

আদালতের চিঠি পেয়ে প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য জানান, “গতকাল রাত সাড়ে দশটায় বাড়ি ফিরে ৬৪৭ পাতার নোটিশ পেয়েছি মাননীয় আইনজীবী অভিজিৎ সরকারের। এত কাগজ পড়ার সময় আর পড়ে বোঝার যোগ্যতা আমার নেই।
কিন্তু কালকে পাঠানো নোটিশে আজকেই প্রধান বিচারপতির এজলাসে দেখা করার রিকোয়েস্ট আছে। এখন যাচ্ছি হাইকোর্টে। একটুও হাত পা কাপছে না।
বরং নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে কারণ জীবনে প্রথম কোর্ট দেখাটা প্রধান বিচারপতির এজলাসে হচ্ছে।”

মঙ্গলবার তিনি আদালতে যান। এর পর ফেসবুকে লেখেন, ‘আদালতের এজলাস কেমন দেখতে জানলাম। মামলাকারীর আইনজীবী মাননীয় অভিজিৎ সরকারের সাথে হাত মিলিয়ে ধন্যবাদ জানালাম, আমার ৬৪ উত্তর বয়সে আমাকে আদালত চেনার সুযোগ করে দেওয়ার জন্য। আইনের বিষয় বুঝিনা। এটুকুই বুঝলাম কমরেড মহম্মদ সেলিম এবং আমার পক্ষ থেকে আইনজীবীরা বললেন আমাদের মক্কেলদের যে কোনো সংস্হাকে দিয়ে যে কোনো পর্যায়ের তদন্তে কোনো আপত্তি নেই। আর বিজেপির আইনজীবীরা সম্ভবত বললেন এই কেস গ্রহণযোগ্যই না। মাননীয় বিচারক ৩০ তারিখ, মঙ্গলবার এই মামলা শুনবেন বলে দিন নির্ধারণ করেছেন।
আমিতো ঈশ্বর, বার, গ্রহ, নক্ষত্র মানিনা। অথচ পড়লো মঙ্গলবার। মামলাকারীর মঙ্গল হোক।”

এই তালিকায় বিজেপির একাধিক বিধায়ক সাংসদদের মধ্যে জুড়েছে বাম নেতা মহম্মদ সেলিম এবং তন্ময় ভট্টাচার্যদের নাম৷ সিপিআইএম যুব নেতা শতরূপ ঘোষ বলেন, সেলিম এবং তন্ময় ভট্টাচার্যের পক্ষ থেকে সিপিআইএম এই মামলাকে স্বাগত জানাচ্ছে। আমাদের নেতারা উডবার্নে যাবে না, ইডিকে মামলা থেকে সরানোর জন্য হাইকোর্টেও যাবে না। ইডির বাপ, ঠাকুরদা যে খুশি তদন্ত করুক, আমাদের কোনও আপত্তি নেই।

নতুন তালিকায় রয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিশির কুমার অধিকারী, দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওঁরাও, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ সিনহা, অনুপম হজরা, জিতেন্দ্র তিওয়ারদের নাম। এছাড়াও মহম্মদ সেলিম ও আবদুল মান্নানের নামও যুক্ত করা হয়েছে।