Sports News : সন্তানকে ‘সোনার মেয়ে’ করে তুলতে তেত্রিশে বাবা শিখেছিলেন ধনুক চালানো

Sports News : তীরন্দাজীতে পদক নিশ্চিত করেছে ভারত। আর্চারি বিশ্ব মঞ্চে ফাইনালে উঠেছে ভারতীয় জুটি – রিধি এবং তরুণদীপ রাই। ২৪ এপ্রিল ফাইনালে তাঁদের বিপক্ষে…

Sports News : তীরন্দাজীতে পদক নিশ্চিত করেছে ভারত। আর্চারি বিশ্ব মঞ্চে ফাইনালে উঠেছে ভারতীয় জুটি – রিধি এবং তরুণদীপ রাই। ২৪ এপ্রিল ফাইনালে তাঁদের বিপক্ষে থাকবেন ব্রিটেনের প্রতিনিধিরা।

রিধির তীরন্দাজ হয়ে ওঠার গল্প অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হতে পারে। হরিয়ানার এই তরুণী ধনুক ধরা শিখেছিলেন বাবার কাছে। মেয়েকে শেখানোর জন্য মনোজ ফোর নিজে আগে তীরন্দাজীর কৌশল রপ্ত করেছিলেন। তারপর শিখিয়েছিলেন নিজের সন্তানকে।

Sports News
সেমিফাইনালে স্পেনকে ৫-৩ সেটে হারিয়েছে ভারতীয় জুটি।

হরিয়ানার করনালে ফোর পরিবারের বাড়ি। আশেপাশে ছিল না তির ধনুক প্রশিক্ষণের কোনও কেন্দ্র। কোচিং ক্যাম্পের সন্ধানে বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত যেতেন মনোজ। শেষে এক জায়গায় একটি কেন্দ্র পেয়েছিলেন। কাজ চালানোর মতো। সেখানে তীরন্দাজীর প্রাথমিক বিষয়গুলো রপ্ত করেছিলেন তিনি। তখন তাঁর বয়স ৩৩। অনেকেই হাসাহাসি করেছিলেন মনোজের কাজকর্ম দেখে। কিন্তু তিনি হার মানেননি। মেয়ের জন্য রপ্ত করেছিলন তির ধনুক চালানোর কৌশল। নিজে শিখে নেওয়ার পর শেখালেন মেয়েকে। রিধি এখন সোনার পদক জয়ের সামনে।

রিধি অবশ্য ইতিমধ্যে বহু পুরস্কার, সম্মান, পদক পেয়েছেন। মেডেল সাজিয়ে রাখার জন্য বাড়িতে করা রয়েছে আলাদা ঘর।