East Bengal Club : কলকাতার তারকা ফুটবলারকে দলে নিশ্চিত করল লাল-হলুদ

আরও একজন ফুটবলারকে দলে নিশ্চিত করল ইস্টবেঙ্গল (East Bengal)। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সৌভিক দাসকে ইস্টবেঙ্গল চূড়ান্ত করেছে, এমন খবর ফুটবল মহলে শোনা গিয়েছে। সৌভিক ইতিমধ্যে…

East Bengal Club started team building process again

আরও একজন ফুটবলারকে দলে নিশ্চিত করল ইস্টবেঙ্গল (East Bengal)। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সৌভিক দাসকে ইস্টবেঙ্গল চূড়ান্ত করেছে, এমন খবর ফুটবল মহলে শোনা গিয়েছে। সৌভিক ইতিমধ্যে ভারতের একাধিক ক্লাবে সুনামের সঙ্গে খেলেছেন।

সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারেন এমন সম্ভাবনার কথা জানা গিয়েছে। এরই মধ্যে এক সৌভিককে ইস্টবেঙ্গল নিশ্চিত করেছে বলে খবর। ইনি সৌভিক দাস। কলকাতার ছেলে। বয়স ২৬। এখনও খেললেননি কলকাতার কোনো ক্লাবে।

   

সৌভিকের উত্থান গোয়ার এক ক্লাবের হাত ধরে। স্পোর্টিং গোয়া থেকে তাঁর যুব কেরিয়ারের শুরু। সিনিয়র কেরিয়ারে তিনি খেলেছেন রাউন্ড গ্লাস পাঞ্জাবের হয়ে। সেখানে বেশ কিছু ম্যাচে অংশ নিয়েছিলেন এবং তাঁর নামের পাশে গোলও রয়েছে। পাঞ্জাবের এই দলটির হয়ে পঞ্চাশের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সৌভিকের।

রাউন্ড গ্লাসের পর ২০২১ সালে সুদেভা দিল্লিতে সই করেছিলেন এই বঙ্গ তনয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে দলকে মাঝমাঠে খেলা তৈরি করতে সাহায্য করেছিলেন। সৌভিকের খেলা ফুটবল বোদ্ধাদের নজর কেড়েছিল। আগামী মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁকে।