Sports News : তিন বছরের চুক্তিতে বাগানে গেল ইস্টবেঙ্গলের ফুটবলার

40863
ATK Mohun Bagan have signed a player from SC East Bengal.
Advertisements

দল বদলের বাজারে অন্যতম বড় চমক (Sports News)। এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) থেকে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) যোগ দিলেন এক উদীয়মান ভারতীয় তারকা। তিন বছরের চুক্তিতে।

সর্বভারতীয় এক ক্রীড়া মাধ্যম সূত্র উদ্ধৃত করে দাবি করেছে যে আগামী মরশুমে লাল হলুদ জার্সি ছেড়ে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামতে চলেছেন হামতে। হামতে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম আবিষ্কার। এসসি ইস্টবেঙ্গলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন তিনি। 

Advertisements

আরও পড়ুন: ISL: বাইচুংয়ের মতে আইএসএলের লিগ-শিল্ড জেতার দৌড়ে এগিয়ে জামশেদপুর এফসি

Advertisements

রবিবার রাতের খবর, লাল হলুদ নাকি থেকে এক ফুটবলারকে দলে নিয়েছে সবুজ মেরুন শিবির। মনে করা হয়েছিল একজন ভারতীয় ফুটবলারকে দলে নিয়েছে বাগান। সকাল এই খবরের ভিত আরও মজবুত হয়েছে।

আরও পড়ুন: ISL : এই মরশুম টা ভুলতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ রিভেরা

চলতি ইন্ডিয়ান সুপার লিগে লাল হলুদ জার্সি গায়ে নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরেছিলেন হীরা মণ্ডল। তাঁর কাছে একাধিক ক্লাবের অফার রয়েছে এমনটা শোনা গিয়েছিল। হীরা আগামী দিনে ইস্টবেঙ্গলে থাকবেন কি না সে ব্যাপারে সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছেই। তার মধ্যে হঠাৎ ভেসে আসা দলবদলের এই সংবাদ নিঃসন্দেহে চাঞ্চল্যকর। যদিও হীরা মন্ডল দল বদল করেননি বলেই রাতে অনুমান করা হয়েছিল।

Advertisements