“ছাপ্পা” ভোটের দৌলতে চতুর্থবারের জন্য আই এম এ সভাপতি নির্মল মাঝি

ফের জিতে গেলেন নির্মল মাঝি। পরপর আইএমএ-র কলকাতা শাখার সভাপতি হলেন নির্মল মাঝি। প্রশান্ত ভট্টাচার্যকে হারিয়ে সভাপতি হলেন এই তৃণমূল বিধায়ক। এছাড়া সহ সভাপতি হয়েছেন…

ফের জিতে গেলেন নির্মল মাঝি। পরপর আইএমএ-র কলকাতা শাখার সভাপতি হলেন নির্মল মাঝি। প্রশান্ত ভট্টাচার্যকে হারিয়ে সভাপতি হলেন এই তৃণমূল বিধায়ক।

এছাড়া সহ সভাপতি হয়েছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভিমানি, অসীম সরকার। অন্যদিকে সপমাদক পদে জয়ী হয়েছেন মানব নন্দী। সহ সম্পাদক হয়েছেন আফিক ইকবাল, কৌশিক বিশ্বাস, শিল্পা বসু রায়। কোষাধ্যক্ষ হয়েছেন বিরোধী পক্ষের অনির্বাণ দলুই। এদিকে আইএমএ-র ভোটে ধুন্ধুমার হয়। বিজেপিকে নিশানা করেছে শাসক দল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তৃণমূলের অভিযোগ, ভোটে অশান্তি করেছে বিজেপির বহিরাগতরা। আইএমএ-র ভোটে অশান্তি অনভিপ্রেত। দিকে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, সব কিছুতেই রাজনীতি করছে তৃণমূল।

উল্লেখ্য, IMA-র কলকাতা শাখার নির্বাচনে, সভাপতি পদে নির্মল মাজির বিরুদ্ধে মনোনয়ন দেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিকিৎসক প্রশান্ত ভট্টাচার্য । এদিকে ওপর প্রতিদ্বন্দ্বীকে ‘বেইমান’, ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন নির্মল মাজি। যদিও প্রশান্ত ভট্টাচার্যের দাবি, তিন বারের বেশি কারও সভাপতি থাকা ঠিক নয়।