Sports News : ভ্যালেন্সিয়ায় খেলা তারকাকে সই করাল কলকাতার ক্লাব

আরও এক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার কলকাতার মাঠে (Sports News) আসবেন। চলতি মরশুমেই তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় কলকাতার খিদিরপুর স্পোর্টিং ক্লাবের…

football

আরও এক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার কলকাতার মাঠে (Sports News) আসবেন। চলতি মরশুমেই তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় কলকাতার খিদিরপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, “Official , We are delighted to announce the signing of Adama Coulibaly for this season”। অর্থাৎ, অ্যাদামা কুলিবালিকে সই করিয়ে ক্লাব আনন্দিত।

   

মালির এই ডিফেন্ডার যে এক সময় দাপটের সঙ্গে খেলেছিলেন তা তাঁর কেরিয়ারের দিকে তাকালে অনুমান করা যায়। মালির জাতীয় দলের হয়ে আশির কাছাকাছি ম্যাচ খেলেছেন, গোল করেছেন। ২০১৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসে অর্জন করেছিলেন তৃতীয় স্থান।

ক্লাব কেরিয়ারে ভ্যালেন্সিয়া এবং ভ্যালেন্সিয়ার বি দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। এখানেও গোল করেছেন। সবথেকে বেশি ম্যাচ খেলেছিলেন লেন্স এর হয়ে।