Sports News: ব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপার সই করেছেন লিগের এই দলে

Sports News: চুয়াল্লিশ বছর বয়সে অবসর ভেঙেছেন ব্রাজিলের কিংবদন্তি ডেলিনসন। বারো বছর পর অবসর ভেঙে ফিরতে চলেছেন মাঠে। এক সময় বিশ্ব ফুটবলের সবথেকে দামী ফুটবলার…

Sports News: চুয়াল্লিশ বছর বয়সে অবসর ভেঙেছেন ব্রাজিলের কিংবদন্তি ডেলিনসন। বারো বছর পর অবসর ভেঙে ফিরতে চলেছেন মাঠে। এক সময় বিশ্ব ফুটবলের সবথেকে দামী ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন বিশ্বকাপ জয়ী ডেলিনসন।

ব্রাজিলের নীচের সারির ক্লাব ইবিস স্পোর্টস ক্লাবে সই করেছেন তিনি। ১৯৮০ সালে ইবিস এফসি পেয়েছিল বিশ্বের জঘন্যতম ক্লাবের খেতাব। টানা ৩২ ম্যাচে জয় অধরা থাকার পর এই তকমা পেয়েছিল ব্রাজিলের দলটি। সেই থেকে ক্লাবের নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে এই ট্যাগ। পরিসংখ্যান হিসেবে ১১ মাস ২৬ দিন তখন জয়ের মুখ দেখেনি ইবিস।

Sports News
অবসর ভেঙে নতুন ক্লাবে ব্রাজিলের কিংবদন্তি।

মনে করা হচ্ছে অতীতের এই কলঙ্ক ঘোচাতে ডেনিলসনকে সই করিয়েছে ক্লাব। চলতি মরশুমে অবনমনের আশঙ্কায় রয়েছে ইবিস। যদিও সম্প্রতি একটি ম্যাচে জয় পেয়েছে তারা। ক্লাবের সভাপতির বিশ্বাস শীঘ্রই বদলাবে পরিস্থিতি। 

ডেনিলসনের এই প্রত্যাবর্তনে বিস্মিত ফুটবল মহল। বারো বছর পেশাদার ফুটবলের বাইরে ছিলেন তিনি। শেষবার খেলেছিলেন ২০১০ সালে, গ্রীসের ক্লাব কাভালাতে।