IPL: বাবার শেষকৃত্য সেরেই আইপিএল-এ, আবেগঘন পোস্ট ঋষভের 

IPL: ২০১৭তে পন্থের বাবা রাজেন্দ্র পন্থ প্রয়াত হন এবং ২০২১এ তার প্রথম কোচ তারক সিনহা দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারের সাথে লড়াই করে পরাজিত হন। জীবনে এই…

IPL: ২০১৭তে পন্থের বাবা রাজেন্দ্র পন্থ প্রয়াত হন এবং ২০২১এ তার প্রথম কোচ তারক সিনহা দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারের সাথে লড়াই করে পরাজিত হন। জীবনে এই দুজন মানুষের শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানান। 

বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋষভ। কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে দ্রুততম অর্ধ শতরানের রেকর্ড ও গড়েন তিনি। তাঁর কথায়, দিল্লির গলি ক্রিকেট থেকে বর্তমানে বিশ্বের অন্যতম নিপুন উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে ওঠার সফরে বিরাট বড় ভূমিকা ছিল তার বাবা এবং তার কোচের। তার অগ্রগতি, তার প্রশিক্ষণ এবং বড় ক্রিকেটার হওয়ার রাস্তায় অনেক অবদান ছিল এই দুজন মানুষের। শুধু ক্রিকেটীয় শিক্ষাই নয়, মানুষ হয়ে উঠতে পথ দেখিয়েছিলেন তারা।

   

এই দুজন মানুষ এই প্রয়াত হয়েছেন যখন পন্থ জার্সি গায়ে মাঠে ছিলেন। রুরকিতে ২০১৭ সালে ঋষভ পন্থ-এর বাবা রাজেন্দ্র পন্থ ঘুমের মধ্যে মারা যান, তখন পন্থ তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস, অধুনা দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলতেন। বাবার শেষকৃত্য সম্পন্ন করতে তিনি রুরকি ফেরেন এবং কাজ শেষ করেই আবার দলে ফেরেন আইপিএল খেলতে।

তার প্রথম কোচ তারক সিনহা বহুদিন ধরে ফুসফুসে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন। ২০২১ এর নভেম্বরে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার সময়ে তার প্রয়াত হওয়ার খবর পান পন্থ।