কোথাও না কোথাও সিবিআই, বিজেপি একসূত্রে বাঁধা: কুণাল

রামপুরহাটের বগটুই গ্রামের গণ হত্যা ইস্যুতে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। শুক্রবারই রামপুরহাটের ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপর…

রামপুরহাটের বগটুই গ্রামের গণ হত্যা ইস্যুতে ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। শুক্রবারই রামপুরহাটের ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপর থেকেই তৎপর সিবিআই-এর আধিকারিকরা। শনিবার বগটুই গ্রামে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। চলছে জিজ্ঞাসাবাদ। যদিও এই ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করানোটা খুব একটা ভালো চোখে যে নেয়নি তা স্পষ্ট বোঝা গেছে শাসক দলের নেতাদের বক্তব্যে।

শনিবার এক সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, ‘কোথাও না কোথাও সিবিআই বিজেপি একসূত্রে বাঁধা। রামপুরহাটের ঘটনায় সিট গঠন হয়েছিল। আদালত যখন নির্দেশ দিয়েছে তখন সিবিআই তদন্ত হবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বগটুইয়ে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। অন্যদিকে মৃতদেহ নিয়ে রাজনীতি করছে বিজেপি। আমরাও বলে রাখছি, বিজেপির কথায় তদন্ত পরিচালিত হলে প্রতিবাদ হবেই। বগটুইয়ের ঘটনায় সিবিআই ও বিজেপি যেন বেশি তৎপর। বীরভূমের এসপিকে সিংহ বলেছিল বিজেপি। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।’

   

সূত্রের খবর, এদিন বগটুই-এর ঘটনায় দমকলের রিপোর্ট নিয়েছে সিবিআই। সেইসঙ্গে ঘটনার রাতে দমকলকে কী নির্দেশ দিয়েছিল পুলিশ সেই নিয়ে দমকলের রিপোর্ট সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া ঘটনার রাতে কারা কারা বগটুই গ্রামে গিয়েছিলেন সে বিষয়েও তথ্য সংগ্রহ করছে সিবিআই।’