East Bengal: ইভান গঞ্জালেজকে ছেড়ে এই তারকা ডিফেন্ডারকে আনতে চায় লাল-হলুদ

গত ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। প্রথম দিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ম্যাচ যতো এগিয়েছে ততই মুখ থুবড়ে পড়তে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে।

Mourtada Fall

গত ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। প্রথম দিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও ম্যাচ যতো এগিয়েছে ততই মুখ থুবড়ে পড়তে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে।  যারফলে লিগ টেবিলের একেবারে তলানিতে থেকেই আইএসএল অভিযান শেষ করতে হয়েছে ক্লেটনদের। তবে এখানেই শেষ নয়।

গত সুপার কাপে তিনটি ম্যাচের প্রত্যেকটি তে গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ম্যাচ মাঠে ফেলেই ফিরতে হয়েছে তাদের। যারফলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের ডিফেন্ডার নিয়ে। এই পরিস্থিতিতে দলের বিদেশি ফুটবলার ইভান গঞ্জালেজ কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের তরফ থেকে। এছাড়া তিনি নিজেও নাকি আর থাকতে চান না এই ক্লাবে।

যারফলে, নির্দিষ্ট ক্ষতিপূরণ দিয়ে তাকে দল থেকে ছেটে ফেলবে লাল-হলুদ শিবির। উল্লেখ্য, গত মরশুমের শুরুতে অর্থাৎ ইস্টবেঙ্গলে আসার আগে এফসি গোয়ায় খেলেছিলেন এই বিদেশি তারকা। সেখানে সবার মন জয় করলেও লাল-হলুদে এসে আদতে কিছুই করতে সক্ষম হননি তিনি। বরং একাধিকবার দলের ডিফেন্স নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। তাই এবার নতুন বিদেশি ডিফেন্ডারের খোঁজ শুরু করে দিল ইমামি ইস্টবেঙ্গল শিবির। শোনা যাচ্ছে, তার বদলে দলে আসতে পারেন মুম্বাই সিটির প্রাক্তন অধিনায়ক মুর্তাদা ফল।

এখনো পর্যন্ত সব মিলিয়ে মুম্বাই সিটির জার্সিতে মোট ১৮টি ম্যাচ খেলেছেন সেনেগালের এই তারকা। পাশাপাশি ১টি গোল ও রয়েছে এই সেন্টার ব্যাকের ঝুলিতে। পাশাপাশি ২ টি অ্যাসিস্ট ও ৭৮ টি ক্লিয়ারেন্স ও রয়েছে এই প্রাক্তন মুম্বাই তারকার। তবে গত মরশুমে তার পারফরম্যান্সে খুব একটা খুশি নয় রনবীর কাপুরের মুম্বাই সিটি। সেজন্য তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিটি গ্রুপের তরফে। সেই সুযোগ কাজে লাগিয়েই ফল কে দলে টানতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।