TMC : অভিষেক তখনও এলাকা ছাড়েননি, ‘তোর …এর ব্যালট’ বলেই হামলা

বিরোধীদের কটাক্ষ এটা এক ধরণের কৌশল। পঞ্চায়েতে ভোট লুঠ করানোর ওয়ার্ম আপ করানো হচ্ছে জেলায় জেলায়। TMC এর নবজোয়ার কর্মসূচিতে ব্যালট কাড়াকাড়ি।

TMC leader Abhishek Banerjee standing in front of a microphone at a political rally

বিরোধীদের কটাক্ষ এটা এক ধরণের কৌশল। পঞ্চায়েতে ভোট লুঠ করানোর ওয়ার্ম আপ করানো হচ্ছে জেলায় জেলায়। TMC এর নবজোয়ার কর্মসূচিতে ব্যালট কাড়াকাড়ি।

মঞ্চ থেকে বেশিদূর যাননি তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু হয়ে গেল সত নির্ভরযোগ্য প্রার্থী বাছাই করার জন্য গণভোট লুঠ! মুখে অশ্লীল শব্দ শহ ব্যালট কাড়াকাড়িতে নেমে পড়ল নিজ গোষ্ঠি সহ নেতারা।

সোমবার রায়গঞ্জে সভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিয়ম করে দলীয় নেতাদের সমস্ত বুঝিয়ে ভোটদানের আগে মঞ্চ ছাড়েন অভিষেক। এরপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যালট পেপার নিয়ে কাড়াকাড়ি শুরু করেন তৃণমূল কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হয় রায়গঞ্জ থানার পুলিশ। একে একে ব্যালট পেপার দিয়ে শুরু হয় ভোটদান পর্ব।

গত ২৫ তারিখ থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুরুর দিনেই কোচবিহারের সাহেবগঞ্জ ও গোঁসানিমারিতে বিশৃঙ্খলা দেখা দেয়। সেখানেও ব্যালট বক্স ভেঙে ফেলার অভিযোগ ওঠে। যা দেখে বিরক্ত হন অভিষেক৷ পরে ফোন নম্বরের মাধ্যমেও প্রার্থী বাছাইয়ের রাস্তা বের করেছিলেন৷ 

জলপাইগুড়ির রাজগঞ্জের পর রবিবার উত্তর দিনাজপুরের করণদিঘিতেও অশান্তির খবর মিলেছে। সোমবার রায়গঞ্জেও সেই ছবি ধরা পড়ল। এর মাঝে ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী বিদ্রোহ জিইয়ে রেখে অভিষেককে বয়কট করেন।