HomeEntertainmentসলমনের নিরাপত্তা নিয়ে দেশের শাসকদলের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে বলছেন কঙ্গনা

সলমনের নিরাপত্তা নিয়ে দেশের শাসকদলের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে বলছেন কঙ্গনা

- Advertisement -

নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভাইজান। ‘আপ কি আদালত’-এ সে কথা বলেছিলেন নিজেই। তিনি এও বলেছেন, ভারতের থেকে দুবাই অনেক নিরাপদ। সলমন খানের এহেন মন্তব্যে মুখ খুললেন কঙ্গনা রানাউত। ভাইজানকে আশ্বস্ত করে তিনি বলেন, ”দেশের নিরাপত্তা নিরাপদ হাতেই আছে। এই নিয়ে অযথা দুশ্চিন্তার প্রয়োজন নেই।”

তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন শক্ত হাতে দেশ সামলাচ্ছেন। সলমন তাই নিশ্চিন্তে থাকতে পারেন।

Advertisements

এ প্রসঙ্গে তিনি নিজের উদাহরণ টেনে বলেন, ”আমারও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছিল। তখন আমায় এঁরাই নিরাপত্তা দিয়েছিলেন। আমি দিব্য আছি। আপনার ক্ষেত্রেও এঁরাই পাশে দাঁড়িয়েছেন। তাই এঁদের উপরে ভরসা রাখুন।”

মৃত্যু হুমকি পাওয়ার পরেই সলমনকে মুম্বই পুলিশ ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। নিজের নিরাপত্তা বিষয়ে অভিনেতা আরও বলেন, “সম্পূর্ণ নিরাপত্তা নিয়েই সব জায়গায় যাচ্ছি। এও জানি, যা ঘটার তা ঘটবেই। আপনি-আমি যতই আটকানোর চেষ্টা করি। আমি প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী।

জানি, তিনি সব দেখছেন। তার মানে এমনও নয়, আমি স্বাধীনভাবে ঘোরাঘুরি শুরু করব। এখন আমার চারপাশে এত শেরা, এত বন্দুক যে নিজেই মাঝেমাঝে ভয় পেয়ে যাচ্ছি।” উল্লেখ্য, রবিবার হরিদ্বারে গিয়ে গঙ্গা আরতি করেন কঙ্গনা। সূত্রের খবর, তিনি কেদারনাথ ধামে যাবেন ।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ