Sports News : ইস্টবেঙ্গলের পর কলকাতার আরও এক ক্লাব জুড়তে পারে বাংলাদেশের সঙ্গে

Sports News : ইস্টবেঙ্গলের (East Bengal) পর কলকাতার আরও এক ক্লাবে বাংলাদেশ যোগ। পশ্চিমবঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) এবং ঢাকার মহামেডান ক্লাব যৌথভাবে কাজ…

Sports News : ইস্টবেঙ্গলের পর কলকাতার আরও এক ক্লাব জুড়তে পারে বাংলাদেশের সঙ্গে

Sports News : ইস্টবেঙ্গলের (East Bengal) পর কলকাতার আরও এক ক্লাবে বাংলাদেশ যোগ। পশ্চিমবঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) এবং ঢাকার মহামেডান ক্লাব যৌথভাবে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছে। শুক্রবারের কলকাতায় এ ব্যাপারে হয়েছে সাংবাদিক সম্মেলন।

বহুল প্রচলিত সর্বভারতীয় এক ক্রীড়া সংবাদ মাধ্যম সাক্ষাৎকার নিয়েছে ঢাকা মহামেডান ক্লাবের ডিরেক্টর এবং ফুটবল সেক্রেটারি আবু হাসান চৌধুরীর। বৃহষ্পতিবার সন্ধ্যায় তিনি কলকাতায় অবতরণ করেছিলেন। পরের সংবাদ মাধ্যমে কথা বলেছেন খোলাখুলি।

আবু হাসান বলেছেন, ‘অতীতে দুই ক্লাবের মধ্যে ছিল পারস্পরিক বোঝাপড়া। ১৯৮৬ সালে আমার বাবা ছিলেন ঢাকা মহামেডানের সহ-সভাপতি। কলকাতা মহামেডানে তাঁকে দেওয়া সাম্মানিক হিসেবে তাঁকে দেওয়া হয়েছিল সহ-সভাপতির পদ। সেই সময় মানিক, জনি, কাইজাররা খেলেছিলেন কলকাতায়।’

‘প্রাথমিকভাবে সংযোগ স্থাপনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। দুই ক্লাবের বর্তমান প্রজন্মের মধ্যে মেলবন্ধন ঘটাতে চাইছি আমরা। প্রাক মরশুম প্রস্তুতি সারতে কলকাতার মহামেডান যাবে ঢাকায়। ঢাকার মহামেডান আসবে কলকাতায়। কম বয়সী খেলোয়াড়দের আদান-প্রদান করা যেতে পারে। প্রাক্তন ফুটবলারদের কাজে লাগানো যেতে পারে দুই দলের কোচিং স্টাফ হিসেবে।’

Advertisements

কলকাতার অপর ক্লাব ইস্টবেঙ্গলও বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে সম্প্রতি। সে দেশের নামকরা বসুন্ধরা গ্রুপের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন লাল হলুদ কর্তারা। সমর্থকদের আশা, ইস্টবেঙ্গলে বিনিয়োগ করবে বসুন্ধরা গ্রুপ।

ইস্টবেঙ্গল কর্তারা এর আগেও বাংলাদেশ গিয়েছিলেন। সেখানে বসে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছিল যে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে ফুটবলের অগ্রগতির জন্য কাজ করবে ইস্টবেঙ্গল।