Sports News : ইউক্রেনে ‘বিষক্রিয়ায় আক্রান্ত’ পুতিন ঘনিষ্ঠ চেলসির মালিক

Sports News : ইউক্রেনে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন চেলসি ফুটবল ক্লাবের মালিক রোমান অ্যাব্রাহিমোভিচ (Roman Abramovich)। এক শান্তি বৈঠকে উপস্থিত আরও এক ব্যাক্তি অসুস্থ…

Sports News : ইউক্রেনে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন চেলসি ফুটবল ক্লাবের মালিক রোমান অ্যাব্রাহিমোভিচ (Roman Abramovich)। এক শান্তি বৈঠকে উপস্থিত আরও এক ব্যাক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর। বিষক্রিয়ার ফলে এমনটা হয়ে থাকতে পারে বলে অনুমান। কিভে বৈঠকটি হয়েছিল মার্চের ৩ তারিখে।

আন্তর্জতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিভে যুদ্ধ বিরোধী একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রোমান অ্যাব্রাহিমোভিচ, ইউক্রেনের আইনজীবী রুস্তম উমিরভ এবং আরও এক ব্যক্তি। ৩ মার্চে বৈঠকের পর বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় তিনজনের দেহে। চোখ লাল হয়ে যাওয়া, চোখে ব্যথা ও ক্রমাগত জল পড়া, মুখ এবং হাতের চামড়ায় অস্বাভাবিকতা তাঁদের কাবু করেছিল। যদিও রোমান এখন সুস্থ হওয়ার পথে বলে জানা গিয়েছে।

আলোচনায় বসার আগে রোমানরা জল এবং চকোলেট খেয়েছিলেন বলে খবরে প্রকাশ। তিনজনের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও সেখানে উপস্থিত চতুর্থ ব্যক্তি একেবারেই সুস্থ ছিলেন। ইউক্রেনে আলোচনা সেরে পোল্যান্ড এবং পরে ইস্তানবুলে গিয়েছিলেন অ্যাব্রাহিমোভিচ।

Sports News
ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেবিলে চেলসি ফুটবল ক্লাবের মালিক।

যুদ্ধ বিরোধী বৈঠকের আবহে তিন ব্যক্তির অসুস্থ হয়ে যাওয়ার ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন কেউ কেউ। কূটনৈতিক মহলের একাংশের অনুমান, শান্তি বৈঠক ভণ্ডুল করতে বিষ প্রয়োগের পথ বেছে নিয়েছিল রাশিয়া। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছি খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার বক্তব্য, বিষ প্রয়োগ নয়, আবহাওয়ার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। ইউক্রেন প্রেসিডেন্টের অফিস থেকে বিবিসিকে জানানো হয়েছে, তাঁদের প্রতিনিধিরা ভালো রয়েছে। গোটা ঘটনাটি ‘মিথ্যা’ এমন দাবিও করা হয়েছে। 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে চেলসি ফুটবল ক্লাবের মালিক রোমান অ্যাব্রাহিমোভিচের অবস্থান সন্দেহজনক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট বলে তিনি পরিচিত। যার ফলে ইংল্যান্ডে পড়তে হয়েছে বিপাকে। বাধ্য হয়ে চেলসি বিক্রি করে দিচ্ছেন। এরই মধ্যে যুদ্ধ বিরোধী কার্যকলাপ তিনি জড়িত বলে মনে করা হচ্ছে। রোমানের ব্যাক্তিগত বিমান সম্প্রতি ঘোরাফেরা করেছে ইউক্রেন, বেলারুশ, তুর্কি, পোল্যান্ডে। অভিযোগ, ‘নিজের পিঠ বাঁচাতে এখন শান্তির দূত হতে চাইছেন অ্যাব্রাহিমোভিচ। আদপে তিনি সুবিধাভোগী।’