I League: মিশন আই লিগে’র প্রস্তুতি শুরু করে দিল মহামেডান স্পোর্টিং

আই-লিগ (I League) ২০২১-২২ মরসুম ৩ মার্চ, ২০২২ বৃহস্পতিবার, পুনরায় শুরু হতে চলেছে। মোহনবাগান মাঠে শ্রীনিদি ডেকান এফসি খেলবে ট্রাউ FC’র বিরুদ্ধে, খেলা শুরু হবে…

আই-লিগ (I League) ২০২১-২২ মরসুম ৩ মার্চ, ২০২২ বৃহস্পতিবার, পুনরায় শুরু হতে চলেছে। মোহনবাগান মাঠে শ্রীনিদি ডেকান এফসি খেলবে ট্রাউ FC’র বিরুদ্ধে, খেলা শুরু হবে দুপুর ২ টো থেকে।

চলতি আই-লিগ আগে থেকেই ঠিক ছিল কলকাতাতে হবে। পূর্ব নির্ধারিত ভেন্যুতেই হতে চলেছে আই লিগের খেলা। রাজ্যের তিন ভেন্যু কলকাতার মোহনবাগান মাঠ, নৈহাটি স্টেডিয়াম এবং কল্যাণী মিউনিসিপ্যাল ​​স্টেডিয়ামে আই লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে।

   

ইতিমধ্যেই কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব নিউটাউনের এক বিলাসবহুল পাঁচতারা হোটেলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) কোভিড-১৯ বিধিনিষেধ মেনে বায়ো বাবোল প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে।

প্রসঙ্গত, কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের জেরে আই লিগ ২০২১-২২ সেশন মাঝপথে সাময়িক ভাবে স্থগিত রেখেছিল আই লিগ কমিটি, বিশেষঞ্জ মেডিকেল টিমের পরামর্শে। ২০২১-২২ মরসুমে আই লিগ শুরুর পর্যায়ে মোট ৬ ম্যাচ খেলা হয়েছে। ব্ল্যাক প্যাহ্নার্সরা নিজেদের প্রথম ম্যাচ সুদেবা দিল্লি এফসির কাছে হেরে গিয়েছে ১-২ গোলে, নৈহাটি স্টেডিয়ামে। দ্বিতীয় পর্যায়ে আই লিগে সাদা কালো শিবিরের প্রথম ম্যাচ ৩ মার্চ,২০২২ কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে, প্রতিপক্ষ আই লিগ চ্যাম্পিয়ন আইজল এফসি। আইজল প্রথম পর্যায়ে আই লিগে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে রিয়েল কাশ্মীর এফসি’র বিরুদ্ধে, ৩-২ গোলে।

অন্যদিকে, মহামেডান স্পোর্টিং ক্লাব ফেডারেশনের বায়ো বাবোল সিস্টেমে যাওয়ার আগে থেকেই আই লিগ প্রস্তুতিতে খামতি রাখে নি। রাশিয়ান হেডকোচ আন্দ্রে চেরনিসভের কোচিং বিধাননগর মিউনিসিপ্যাল কমপ্লেক্স মাঠে ফুটবলারেরা ঘাম ঝড়িয়েছে।