East Bengal : চিঁড়ে ভেজাতে কয়েক কোটি টাকা প্রয়োজন ইস্টবেঙ্গলের

ক্লাবের ভবিষ্যত এখনও অনিশ্চিত। বিনিয়োগ প্রসঙ্গে চূড়ান্ত কিছু ঘোষণা করেননি ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। কো-স্পনসর জল্পনাও চলছে। সবকিছুর মধ্যেও একটি বিষয়ে একমত কমবেশি সকলে। ক্লাবের…

ক্লাবের ভবিষ্যত এখনও অনিশ্চিত। বিনিয়োগ প্রসঙ্গে চূড়ান্ত কিছু ঘোষণা করেননি ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। কো-স্পনসর জল্পনাও চলছে। সবকিছুর মধ্যেও একটি বিষয়ে একমত কমবেশি সকলে। ক্লাবের টাকার প্রয়োজন।

দল গঠনের জন্য কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। কিছু ফুটবলারের সম্মতি আদায় করা হয়েছে বলে জানা গিয়েছিল আগেই। কিন্তু মরশুমে ভালো ফল করার জন্য তা যথেষ্ট নয়। ভালো দল করতে দরকার মোটা টাকা। পেশাদার ফুটবলে স্রেফ মুখের কথায় যে চিঁড়ে ভেজে না তা অভিজ্ঞদের জানা রয়েছে। প্রয়োজনীয় সেই টাকা আসবে কোথা থেকে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লাল হলুদ অন্দরে।

সংবাদ মাধ্যমে প্রকাশ, ইস্টবেঙ্গল কর্তাদের বৈঠকে উঠে এসেছিল টাকার প্রয়োজনীয়তা। দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ না করলে অসুবিধা যে আরও বাড়তে পারে তা বলা বাহুল্য। প্রাথমিকভাবে তিন থেকে চার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে।

ফুটবলার, কোচ, কোচিং স্টাফ ইত্যাদি খাতে ভালো খরচ রয়েছে। সেই সঙ্গে ট্রান্সফার ব্যানের বিষয়টি এখনও চিন্তার বিষয়। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে দেবব্রত সরকার আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছিলেন ট্রান্সফার ব্যান প্রসঙ্গে। বলেছিলেন, ‘ ক’টা টাকার ব্যাপার।’ কিন্তু সমস্যার দ্রুত সমাধান করতে না পারলে গুরুতর আকার ধারণ করার আশঙ্কা দেখছেন ফুটবল মহলের একাংশ।