Weather: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া

কলকাতা থেকে আপাতত গরম কমার সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গের কযেকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকে আকাশ থাকবে পরিষ্কার। ৩১ মার্চ বৃহস্পতিবার…

Summer Sun

কলকাতা থেকে আপাতত গরম কমার সম্ভাবনা কম। তবে দক্ষিণবঙ্গের কযেকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার সকাল থেকে আকাশ থাকবে পরিষ্কার। ৩১ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সব হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলায বৃষ্টির সম্ভাবনা নেই। য়

তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ৩০ মার্চ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও সকালে দিকে হালকা বৃষ্টি হতে পার। তারপর থেকে বাড়বে তাপমাত্রা।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ, ন্যূনতম ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।