কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপর আজ সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ফাইনাল। যেখানে লড়াই করবে দুই হেভিওয়েট ফুটবল দল। মোহনবাগান সুপারজায়ান্টস এবং মুম্বাই সিটি এফসি। খাতায় কলমে এই ম্যাচে মোহনবাগান এগিয়ে থাকলেও যথেষ্ট লড়াই দিতে দেখা যেতে পারে পেট্রো ক্র্যাটকির ছেলেদের।
তবে ঘরের মাঠে ম্যাচ থাকায় অনেকটাই সুবিধা পাবে মেরিনার্সরা। আগের মরশুমের মতো এই মরশুমে ও নিজেদের সাফল্যের ধারা বজায় রাখাই এখন অন্যতম উদ্দেশ্য বাগান শিবিরের। তবে এই ম্যাচে দল মাঠে পাবেনা আসবিনিয়ান ফুটবলার আর্মান্দো সাদিকুকে। সে ক্ষেত্রে কিছুটা হলেও চাপ থাকবে দলের বাকি ফুটবলারদের মধ্যে।
তবে নিজের দলের ফুটবলারদের নিয়ে যথেষ্ট আশাবাদী মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। এখনো পর্যন্ত আইএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য রয়েছে এই ফুটবল কোচের। অ্যাটলেটিকো দ্যা কলকাতা থেকে শুরু করে এটিকে হোক কিংবা মোহনবাগান। আইএসএল ট্রফির পাশাপাশি লিগশিল্ড জয়ের রেকর্ড রয়েছে এই স্প্যানিশ হাইপ্রোফাইলের। এবার মোহনবাগান সুপারজায়ান্টস দলের হয়ে আইএসএল জয়ের হাতছানি। যা নিঃসন্দেহে বড়সড় সাফল্য। গতবারের পর এবার হুয়ান ফেরেন্দোর তত্ত্বাবধানে এবারের ফুটবল মরশুম শুরু করলেও মাঝপথেই ধাক্কা খেতে হয়েছিল বাগান শিবিরকে। যারফলে, দলের হাল ধরতে হাবাসের হাতেই তুলে দেওয়া হয় দলের দায়িত্ব।
তারপর থেকেই বদলে গিয়েছে দলের পারফরম্যান্স। আগামী মরশুমে আদৌ তিনি সবুজ-মেরুনের দায়িত্বে থাকবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এসবের মাঝেই নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে মুখ খুললেন বাগানের বর্তমান কোচ। তিনি বলেন, এটি আমার কোচিং ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়। একেবারে শেষ মুহূর্ত বলা চলে। এখানে আমি সবার সাথেই যথেষ্ট খুশি। তার এই মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র। তাহলে কি বাগানের এই আইএসএল ফাইনালের পরেই কোচিং ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন হাবাস? তার মন্তব্য অনেকটাই উষ্কে দেয় সেকথা।