মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজিত হয়ে অল্পের জন্য হাতছাড়া হয়েছে টুর্নামেন্টের লিগশিল্ড। যা নিঃসন্দেহে হতাশ করেছে দলের সমর্থকদের। এই খেতাব জয় করতে পারলে, আগামী মরশুমে আবারো এএফসি চ্যাম্পিয়নস লিগে লড়াই করতে পারত মুম্বাই (Mumbai City FC)। তবে সেই আশা পূরণ হয়নি।
তবে এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে এএফসি কাপের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করতে চায় রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে এবার তাদের পথের কাঁটা সেই মোহনবাগান সুপারজায়ান্টস। সপ্তাহ কয়েক আগেই কলকাতা ময়দানের এই প্রধান দলের কাছে পরাজিত হতে হয়েছিল ছাংতেদের।
অনবদ্য লড়াই করে ও জয় সুনিশ্চিত করা সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে এবার বদলা নিতে মরিয়া পেট্রো ক্র্যাটকির ছেলেরা। মোহনবাগান দলকে পরাজিত করে আরো একবার আইএসএল খেতাব ঘরে তোলার পাশাপাশি আগামী মরশুমে নিজেদেরকে এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য রয়েছে তাদের।
কিন্তু ঘরের মাঠে মোহনবাগান দল যে ঠিক কতটা শক্তিশালী হতে পারে সেটা ভালো মতোই জানেন সকলে। তাছাড়া মাঠ জুড়ে সমর্থকদের উন্মাদনা এক আলাদা মাত্রা যোগ করতে পারে বাগান ব্রিগেডের পারফরম্যান্সে। তবুও দাঁতে দাঁত চেপে লড়াই করতে মরিয়া প্রতিপক্ষ ফুটবল দল।
এবার বাগান সমর্থকদের সমীহ করেই মুখ খুললেন ভারতীয় দলের ডিফেন্ডার তথা মুম্বাই সিটি এফসির অন্যতম ভরসাযোগ্য ফুটবলার মেহতাব সিং। তিনি বলেন, প্রথম থেকেই মোহনবাগান দলের সমর্থকদের আমি আমাদের বিপক্ষে পেয়েছি। সেজন্য, এমন টুর্নামেন্ট আমায় এতো বড় একটি ফ্যান ফলোয়িং যুক্ত ফুটবল ক্লাবের বিপক্ষে খেলার জন্য যথেষ্ট অনুপ্রানিত করে। এটি নিঃসন্দেহে যথেষ্ট চ্যালেঞ্জিং।
তবে আমরা যদি এত চাপের মধ্যে ও ভালো পারফরম্যান্স করতে পারি এবং জিততে পারি, তাহলে সেটি যথেষ্ট সন্মানের হবে। কিন্তু ভ্যান নিফের পাশাপাশি আকাশ মিশ্রার মতো ভারতীয় তারকার অনুপস্থিতি যথেষ্ট চাপে রাখবে আইএসএল জয়ী এই ক্লাবকে।