Weather: শনি থেকেই তাপপ্রবাহে ফুলস্টপ, বৃষ্টিতে ভিজবে জেলার পর জেলা

গরমে হাঁসফাঁস করছেন সমগ্র দক্ষিণবঙ্গের মানুষজন। বিগত কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ একপ্রকার দাপিয়ে বেরিয়েছে উত্তরবঙ্গের কিছু জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমগ্র অংশে। কাঠফাটা…

গরমে হাঁসফাঁস করছেন সমগ্র দক্ষিণবঙ্গের মানুষজন। বিগত কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ একপ্রকার দাপিয়ে বেরিয়েছে উত্তরবঙ্গের কিছু জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমগ্র অংশে। কাঠফাটা রোদে বাইরে বেরিয়ে বহু মানুষ ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ও এই গরমে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শই দিচ্ছেন। যদিও সপ্তাহান্তে অর্থাৎ আজ শনিবার থেকেই বাংলার আবহাওয়ার (Weather) পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

মূলত আজ থেকেই তীব্র তাপপ্রবাহে ফুলস্টপ পড়তে চলেছে বলেই ইঙ্গিত মিলেছে। আজকে কি তবে কোথাও বৃষ্টি হবে? এই বিষয়ে বড়সড় আপডেট দিয়েছে আলিপুর মৌসম ভবন, যা আপনারও জেনে নেওয়া উচিত। ইতিমধ্যে সকাল থেকে শহর কলকাতার আকাশ কিছুটা হলেও কালো মেঘে ঢেকে রয়েছে। আবার কালো মেঘের আড়াল থেকে উঁকি মারছে সূর্য। কলকাতায় কি তবে বৃষ্টি হবে আজ থেকেই? এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর কিছু না জানালেও উপকূলের কিছু জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার।

   

কোন কোন জেলায় আজ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে জানেন? এই বিষয়ে হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় আজ হালকা করে হলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে এই মে মাসে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, আজ থেকে আগামী বুধবার অবধি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গী হবে ঝোড়ো হাওয়া।