Mumbai City FC: আইএসএল ফাইনাল নিয়ে আশাবাদী রাহুল ভেকে, কী বলছেন?

রাত পোহালেই ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ফাইনাল। শনিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে শক্তিশালী দুই ফুটবল ক্লাব। একদিকে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস অন্যদিকে,…

Mumbai City FC footballer Rahul Bheke

রাত পোহালেই ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ফাইনাল। শনিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে শক্তিশালী দুই ফুটবল ক্লাব। একদিকে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস অন্যদিকে, মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। এখন এই ম্যাচের দিকেই নজর সকলের। গতবারের মতো এবারও এই ট্রফি জয় করার পরিকল্পনা রয়েছে শুভাশিস বসুদের।

সেক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ দিতে চলেছে ঘরের মাঠ। সবুজ-মেরুন সমর্থকদের গর্জনে কিছুটা হলেও ব্যাকফুটে চলে আসতে পারে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি। তবুও নিজেদের সেরাটা দিতে মরিয়া মেহতাব সিং থেকে শুরু করে ছাংতে’রা।

   

তবে এই ফাইনাল ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী মুম্বাই সিটি এফসির ফুটবলার রাহুল ভেকে। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ফুটবল ম্যাচ। আইএসএলের লিগশিল্ড হাতছাড়া হওয়ার পর এবারের এই ম্যাচ জিতে খেতাব জয় করাই আমাদের অন্যতম লক্ষ্য।

তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান দলের সমর্থকদের উপস্থিতি দলের ফুটবলারদের চাপে রাখলেও‌ সেই চাপকে মোটিভেশনের রূপ দান করাই আমাদের টার্গেট। একটা সময় ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেছেন রাহুল ভেকে। যারফলে, যুবভারতীর ভরা গ্যালারি যথেষ্ট পরিচিত এই ফুটবলারের কাছে। তাই সেই ভরা গ্যালারিকে মোটিভেশন করেই মাঠে নামতে চান তিনি।

গতবছর লিগশিল্ড ঘরে আসলেও এবছর মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে আটকে যেতে হয়েছে তাদের। লড়াই করে ও শেষ রক্ষা হয়নি। এবার ফাইনালে ও সেই প্রতিপক্ষ। তাদের হারিয়ে বদলা নেওয়াই একমাত্র লক্ষ্য পেট্রো ক্র্যাটকির ছেলেদের।