Mohun Bagan: সবুজ-মেরুন থেকে ছাঁটাই হবেন ব্রান্ডন হ্যামিল? তুঙ্গে জল্পনা

গতবারের ফুটবল মরশুমের শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীকালে ঘু্রে দাঁড়ায় সবুজ-মেরুন (Mohun Bagan)। বিশেষ করে আইএসএলের দ্বিতীয় লেগে কেরালা ম্যাচ জয়ের পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের।

Atk Mohun Bagan Brendan Hamill questions answers round

গতবারের ফুটবল মরশুমের শুরুটা খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীকালে ঘু্রে দাঁড়ায় সবুজ-মেরুন (Mohun Bagan)। বিশেষ করে আইএসএলের দ্বিতীয় লেগে কেরালা ম্যাচ জয়ের পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের। একের পর এক ম্যাচে জয় লাভ করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে যায় কলকাতার এই প্রধান।

তারপর ঘরের মাঠে ওডিশা এফসিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে দল। সেখান থেকে ট্রাইবেকারে জয় পেয়ে ফাইনালের টিকিট পায় ফেরেন্দোর ছেলেরা। টুর্নামেন্টের ফাইনালে সুনীল ছেত্রীর শক্তিশালী বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান। পুরোনো সেই মরশুম শেষ হয়ে এবার দরজায় কড়া নাড়ছে নতুন ফুটবল মরশুম। সেইমতো ঘর গুছিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে প্রত্যেকটি ক্লাব। ব্যতিক্রম নয় মোহনবাগান দল। গতবারের ভুল ত্রুটি শুধরে এবার নিজেদের মেলে ধরতে মরিয়া এই ফুটবল ক্লাব।

দলে দিমিত্রি পেট্রতোস থেকে শুরু করে হুগো বুমোসের মতো তারকা ফুটবলার থাকলেও একজন দক্ষ স্ট্রাইকারের অভাব ছিল শুরু থেকেই। যারফলে, বহু জেতা ম্যাচ মাঠে ফেলেই চলে আসতে হয়েছিল মেরিনার্সদের। তাই সবদিক বিবেচনা করে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে দলে টানে মোহনবাগান। সেইসঙ্গে ইউরোপা লিগ খেলা তারকা ফুটবলার আর্মান্দো সাদিকুকেও যুক্ত করা হয় দলের সঙ্গে।

তবে শুধু আক্রমণ ভাগই নয়, দলের রক্ষনভাগের পাশাপাশি মাঝমাঠ শক্তিশালী করার ক্ষেত্রে ও বিশেষ নজর দেওয়া হয় ম্যানেজমেন্টের তরফ থেকে। সেজন্য রহিম আলি থেকে শুরু করে সাহাল আবদুল সামাদ ও অনিরুদ্ধ থাপার মতো দেশীয় ফুটবলারকে আনা হয় দলে। তবে শুধু খেলোয়াড় সই করানোই নয়, প্রয়োজনে একাধিক ফুটবলারকে রিলিজ ও করে দেয় ম্যানেজমেন্ট।

আসলে শুধুমাত্র হিরো আইএসএল নয়, আসন্ন এএফসি কাপেও যথেষ্ট প্রভাব ফেলতে চায় মোহনবাগান দল। সেইমতো নিজেদের স্কোয়াড সাজাতে মরিয়া ম্যানেজমেন্ট। গত পড়শুদিন দল ছেড়েছেন তারকা ফুটবলার ম্যাকহিউ। নয়া ফুটবল মরশুমে এফসি গোয়ার হয়ে খেলতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে। তবে এবার যতদূর খবর, আগত টুর্নামেন্ট গুলির কথা মাথায় রেখে দল থেকে ছাটাই করা হতে পারে এক বিদেশী ডিফেন্ডারকে। এক্ষেত্রে ফ্লোরেন্টিন পোগবার নাম গত কয়েকদিন ধরে শোনা গেলেও এবার সেই তালিকায় উঠে আসছে আরও এক ফুটবলার ব্রান্ডন হ্যামিলের নাম। মনে করা হচ্ছে, আগত ডুরান্ড কাপের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ম্যানেজমেন্ট।