Odisha FC: জেতার লক্ষ্য নিয়েই যাব কলকাতা: লোবেরা

মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে চালকের আসনে ওড়িশা এফসির কোচ সের্জিও লোবেরা (Odisha FC Coach Sergio Lobera)। ঘরের মাঠে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর অভিজ্ঞ কোচ। কলকাতাতেও…

Odisha FC Coach Sergio Lobera

মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে চালকের আসনে ওড়িশা এফসির কোচ সের্জিও লোবেরা (Odisha FC Coach Sergio Lobera)। ঘরের মাঠে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর অভিজ্ঞ কোচ। কলকাতাতেও জেতার চ্যালেঞ্জ নিলেন লোবেরা।

চলতি মরসুমে ঘরের মাঠে ওড়িশা এফসির রেকর্ড বেশ ভালো। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ভালো ফুটবল খেলে জয় তুলে নিয়েছে দল। ফাইনালে কোন দল খেলবে সেটার ফয়সলা হবে কলকাতায়। প্রথম লেগে সেমিফাইনাল ওড়িশা এফসি জিতেছে ২-১ গোলে। ব্যবধান মাত্র এক গোলের। এক গোলের পার্থক্যকে কখনও নিরাপদ বলে ধরা হয় না। কলকাতাতেও জয় তুলে নেওয়ার লক্ষ্য বজায় রাখতে চাইছেন সের্জিও লোবেরা।

   

ম্যাচের পর ওড়িশা এফসি কোচ বলেছেন, “শেষ পর্যন্ত হয়তো আমরা ওদের ঘরের মাঠেও জয় তুলে নিতে পারি। আমরা আগেও করেছি, এবারও আমরা তৈরি। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। কলকাতায় জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাইছি আমরা।”

তিনি আরও বলেছেন, “দল কঠোর পরিশ্রম করছে। খুব ভালো একটা মরসুম কাটাচ্ছে ছেলেরা। ঘরের মাঠে অপরাজিত থাকাটা কম কথা নয়। আমি দলের আমাদের সমর্থকদেরও ‘ধন্যবাদ’ জানাতে চাই। কারণ তারা আমাদের সমানভাবে উৎসাহ দিয়েছে এবং কঠিন মুহূর্তে আমাদের পাশে থেকেছে।”

সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াগনে। আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে শুরু হবে ম্যাচ। ফাইনালে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। অন্য দিকে বাগানের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিতে চাইবে ওড়িশা এফসি।