Mohun Bagan: সবুজ-মেরুনের দল গঠন নিয়ে ‘বিস্ফোরক’ দিমিত্রি পেট্রতোস

গত ফুটবল মরশুমে সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেডকে আইএসএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অজি তারকা দিমিত্রি পেট্রতোস।

Mohun Bagan Midfielder Dimitri Petratos

গত ফুটবল মরশুমে সবুজ-মেরুন (Mohun Bagan) ব্রিগেডকে আইএসএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অজি তারকা দিমিত্রি পেট্রতোস। দলের হয়ে করেছিলেন মোট ১২টি গোল। যারফলে, গোটা টুর্নামেন্ট যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হিসেবে উঠে আসে তার নাম। এমনকি ফাইনাল ম্যাচে তার করা গোলেই এগিয়ে ছিল সবুজ-মেরুন দল।

পরবর্তীতে বেঙ্গালুরু এফসিকে ট্রাইবেকারে হারিয়ে ট্রফি জেতে দল। সময় বদলেছে। বছর ঘুরে এবার দরজায় কড়া নাড়ছে নতুন ফুটবল মরশুম। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে নতুন ফুটবল মরশুম। সেকথা মাথায় রেখে অনুশীলন শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। শেষ মরশুমে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই এবার শুরু করতে মরিয়া মোহনবাগান। সেইজন্য, গত কয়েকদিন আগেই শহরে এসে গিয়েছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। আগেই শহরে এসে গিয়েছিলেন সবুজ-মেরুন দলের দুই তারকা ফুটবলার জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকু। এছাড়াও ফেরেন্দো আসার দিনেই শহরে পা রেখেছিলেন হুগো বুমোস।

তারপর গতকাল রাতে শহরে পা রাখেন সবুজ-মেরুন তারকা দিমিত্রি পেট্রতোস। রাত ১০ টা বেজে ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে চলে আসেন এই অজি ফরোয়ার্ড। তারপর দলের সমর্থকদের তরফ থেকে বরন করে নেওয়া হয় এই তারকা ফুটবলারকে। যা দেখে খুশি দিমিত্রি। পরবর্তীতে ম্যানেজমেন্টের তরফ থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হয় এই ফুটবলারকে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। গতবারের তুলনায় দল যে আরও কয়েকগুণ শক্তিশালী হয়েছে তার আভাস মিলল দিমিত্রির কথা থেকেই। তাছাড়া কামিন্স ও সাদিকুর মতো ফুটবলারদের সঙ্গে খেলতে যে তিনি যথেষ্ট মুখিয়ে রয়েছেন তাও জানিয়ে দিলেন এই তারকা।

এবারের মোহনবাগান দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুনরায় শহরে ফিরে যথেষ্ট ভালো লাগছে। দলের সমর্থকদের তরফ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এবারো নিজের সেরাটা দিতে চাই। তারপর দলের নয়া দুই তারকা ফুটবলারদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কামিন্স ও সাদিকুর আগমন এবারের দলে যথেষ্ট গুরুত্ব রাখবে। বিশেষ করে গোল করা ও গোল করানোর ক্ষেত্রে আমার যথেষ্ট সুবিধা হবে।